Dhaka, Thursday | 24 April 2025
         
English Edition
   
Epaper | Thursday | 24 April 2025 | English
জাতীয় বিশ্ববিদ্যালয়ে আরও ৯ কর্মকর্তার বাধ্যতামূলক অবসর
চুয়াডাঙ্গায় তাপমাত্রার পারদ উঠলো ৩৯.৫ ডিগ্রীতে
দুবাইয়ে অর্থপাচারকারী ৭০ ভিআইপি শনাক্ত, কর নথি তলব
ড. ইউনূসের বিরুদ্ধে দুদকের মামলা বাতিল
শিরোনাম:

শিক্ষকরা আসেন না, কলেজ থাকে তালাবদ্ধ

প্রকাশ: বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫, ৩:৩৭ পিএম  (ভিজিটর : ৩৮)

শিক্ষক-কর্মচারী, শ্রেণিকক্ষ সবই আছে। কিন্তু কলেজ থাকে তালাবদ্ধ, কলেজে আসেন না কোন শিক্ষক, শিক্ষার্থীও উপস্থিত না থাকায় এখানে কোনো পাঠদান হয় না। এভাবেই চলছে শেরপুরের নালিতাবাড়ী পৌরশহরের কালিনগর এলাকায় অবস্থিত আর্দশ টেকনিক্যাল এন্ড বিএম কলেজ।

জানা গেছে, ২০০৪ সালে কলেজটি প্রতিষ্ঠিত হয়। এরপর ২০২২ সালে কলেজটি এমপিওভুক্ত হয়। কলেজটিতে শিক্ষক-কর্মচারী রয়েছে ৯ জন। এর মধ্যে এনটিআরসিএ কর্তৃক নিয়োগপ্রাপ্ত শিক্ষক রয়েছেন ৩ জন এবং কমিটির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত এমপিওভুক্ত কর্মচারী রয়েছে ১ জন।

সরেজমিনে বুধবার (২৩ এপ্রিল) বেলা ১১টায় কলেজটিতে গিয়ে গিয়ে দেখা যায়, জাতীয় পতাকা উত্তোলন হয়নি। ক্লাসরুমসহ সকল কক্ষ তালাবদ্ধ অবস্থায় রয়েছে। দুপুর ১২ টা পর্যন্ত অপেক্ষা করেও কাউকে পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, প্রায় সারা বছরই কলেজটি তালাবদ্ধ থাকে এটাকে শিক্ষাপ্রতিষ্ঠান বলে মনে হয় না। কলেজে না এসে কোন ক্লাস না করেই বেতন নিচ্ছেন শিক্ষকরা। মাসে ১-২ দিন কলেজের অফিস কক্ষ খুলে। অথচ এ কলেজের শিক্ষক কর্মচারীদের বেতন বাবদ প্রতি মাসে প্রায় এক লাখ টাকা উত্তোলন করা হয়।

স্থানীয় সুমন নামে এক ব্যক্তি বলেন, আমি এইদিক দিয়ে প্রায়ই যাতায়াত করি কলেজটি এভাবেই দেখছি। এখানে কোনো দিন পাঠদান হতে দেখিনি এবং সবসময়ই তালাবদ্ধ অবস্থায় থাকে কলেজটি। মাসে ২-১ দিন অফিসকক্ষ খোলা হয়।

কলেজটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাসানুল মান্না কলেজের কাজে শেরপুর আছেন বলে জানান। কলেজ তালাবদ্ধ কেন- প্রশ্ন করা হলে তিনি বলেন, আমাদের লোকবল কম; আমরা ৩ জন এমপিওভুক্ত শিক্ষক রয়েছি। একজন শিক্ষকের বাচ্চা অসুস্থ, সেজন্য তিনি আসতে চায় না বলে দায় এড়িয়ে যান তিনি।

নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার ববি বলেন, অভিযোগ পেলাম; তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এফপি/এমআই
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝