নানা জল্পনা কল্পনার মধ্য দিয়ে আওয়ামী শাসন আমলে দায়িত্ব পালন করা বগুড়ার জেলার আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার রুমানা আফরোজকে অবশেষে (সিনিয়র সহকারি সচিব) বদলিপূর্বক রাজশাহী সিটি কর্পোরেশনে সচিব হিসাবে বদলীর আদেশ দেয়া হয়েছে।
গত ১৫ এপ্রিল রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রেষণ-১ শাখার যুগ্ম সচিব আবুল হায়াত মোঃ রফিক স্বাক্ষরিত এক পত্রে তাকে বদলীর আদেশ দেয়া হয়।
জানা যায়, আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার রুমানা আফরোজ ২০২৩ সালের ৫ আগস্ট পত্নীতলা উপজেলা থেকে বদলী হয়ে আদমদীঘি উপজেলা যোগদান করেন। বিগত সরকারের আমলে নানা কর্মকান্ডের পাশাপাশি ২০২৪ সালে ৫ আগস্টের পর তিনি ভোল্ট বদল করে উপজেলায় দায়িত্ব পালন অব্যাহত রাখেন। তার কর্মকালে নানা মহলে ব্যাপক জল্পনা কল্পনার সৃষ্টি হয়। তাকে গত ৫ ফেব্রুয়ারি পাবনা জেলা অতিরিক্ত জেল প্রশাসক পদে বদলীর আদেশ দেয়া হয়। তিনি সেখানে যোগাদন না করে আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার হিসাবে দায়িত্ব পালন অব্যাহত রাখেন।
এরপর গত ৫ মার্চ জনপ্রশাসন মন্ত্রনালয়ের উপ সচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক পত্রে পুনরায় তাকে ওই পদে পাবনা জেলা প্রশাসক কার্যালয়ে ৯ মার্চের মধ্যে যোগদানের নির্দেশ প্রদাণ করা হয়। কিন্তু এই পত্রকে অবজ্ঞা করে যোগদান থেকে বিরত থাকেন।
এদিকে তিনি আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার হিসাবে দায়িত্ব পালন অব্যাহত রাখায় এলাকায় সামাজিক ও রাজনৈতিক মহলে নানা সমালোচনার চলে। অবশেষে গত ১৫ এপ্রিল রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রনালয় প্রেষণ-১ শাখার যুগ্ম সচিব আবুল হায়াত মোঃ রফিক স্বাক্ষরিত এক পত্রে তাকে ২৩ এপ্রিলের মধ্যে রাজশাহী সিটি কর্পোরেশনে সচিব হিসাবে যোগদানের জন্য চুড়ান্ত আদেশ দেয়া হয়। অন্যথায় আগামী ২৩ এপ্রিল অপরাহৃ থেকে তাৎক্ষণিক অবমুক্ত হবেন বলে পত্রে উল্লেখ করা হয়। আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার রুমানা আফরোজ তার বদলী বিষয়টি নিশ্চিত করেন।
এফপি/রাজ