Dhaka, Thursday | 24 April 2025
         
English Edition
   
Epaper | Thursday | 24 April 2025 | English
জাতীয় বিশ্ববিদ্যালয়ে আরও ৯ কর্মকর্তার বাধ্যতামূলক অবসর
চুয়াডাঙ্গায় তাপমাত্রার পারদ উঠলো ৩৯.৫ ডিগ্রীতে
দুবাইয়ে অর্থপাচারকারী ৭০ ভিআইপি শনাক্ত, কর নথি তলব
ড. ইউনূসের বিরুদ্ধে দুদকের মামলা বাতিল
শিরোনাম:

বাকৃবিতে শিক্ষকদের তিনদিন ব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন

প্রকাশ: মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫, ১:১৯ পিএম  (ভিজিটর : ৫)

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘উন্নয়ন প্রকল্প প্রণয়ন, প্রক্রিয়াকরণ ও বাস্তবায়ন’ শীর্ষক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকা‌লে পরিকল্পনা ও উন্নয়ন শাখার উদ্যোগে এবং গ্র‍্যাজুয়েট ট্রেনিং ইন্সটিটিউট (জিটিআই) এর আয়োজনে জিটিআই শ্রেণিকক্ষে এ প্রশিক্ষণ কর্মসূ‌চি শুরু হয়। এতে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা ও উন্নয়ন শাখার পরিচালক প্রফেসর ড. মো: মোশাররফ উদ্দীন ভূঞা।

জিটিআই পরিচালক প্রফেসর ড. বেনতুল মাওয়ার সভাপতিত্বে এবং সিনিয়র কোর্স কো-অর্ডিনেটর প্রফেসর ড. মো: মোজাম্মেল হকের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. জোয়ার্দার ফারুক আহমেদ, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. মো: আসাদুজ্জামান সরকার ও প্রফেসর এ.কে.এম. রফিকুল ইসলাম। প্রশিক্ষণের ১ম দিনে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন ড. রণজিৎ কুমার সরকার।

উল্লেখ্য, বাকৃবির অধিকতর উন্নয়ন প্রকল্পের অর্থায়নে ৩ দিনব্যাপী উক্ত প্রশিক্ষণ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ২৫ জন শিক্ষক অংশগ্রহণ করেন।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝