ফরিদপুরের সালথায় একটি দেশীয় এলজি (বন্দুক) ও শর্টগানের দুইটি তাজা কার্তুজ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে র্যাব-১০, সিপিসি-৩।
আজ মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে উপজেলার গট্টি ইউনিয়নের আড়ুয়াকান্দি গ্রামের একটি কলার বাগান থেকে দেশীয় তৈরী এল.জি বন্দুক ও দুই রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করে।
ফরিদপুর র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার শামীম হাসান সরদার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, র্যাব-১০ এর সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে ফরিদপুর জেলার সালথা থানাধীন আড়ুয়াকান্দি গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে একটি দেশীয় তৈরী এলজি (বন্দুক) এবং শর্টগানের দুই রাউন্ড কার্তুজ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
পরে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এফপি/রাজ