বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, রংপুর উন্নয়নের দিক থেকে অনেক পিছিয়ে, যেই ক্ষমতায় আসুক রংপুরে উন্নয়নের ছোঁয়া পৌছায় না, রংপুরের উন্নয়নের জন্য কেউ কাজ করে নাই। আগামীতে রংপুরে উন্নয়নের ছোঁয়া পৌছাবে। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রংপুরের উন্নয়নের লক্ষ্যে কাজ করবে।
সোমবার (২২ এপ্রিল) সকালে রংপুর মহানগরীর একটি রেস্টুরেন্টে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামের রংপুরে আগমন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে তিনি এ সব কথা বলেন।
এ সময় কেন্দ্রীয় সভাপতি বলেন, বাংলাদেশ ছাত্রশিবির একটি ছাত্র সংগঠন, তারা গঠনমূলক কাজ করে ও রাজনীতি করে, ছাত্রশিবিরের রাজনীতিতে কোন অনিয়মের স্থান নেই, তারা তাদের দলকে সু-শৃঙ্খলতার সহিত তৈরি করছে, তারা মাঠ পর্যায়ে ব্যপকভাবে কার্যক্রম পরিচালনা করছে। আপনারা (সাংবাদিকরা) জাতির বিবেক আপনাদের নিরপেক্ষ সংবাদ প্রচারের মাধ্যমে আমাদের সহযোগীতা করবেন। বিগত দিনে ২/১ জন সাংবাদিক ফ্যাসিস্টদের দালালী করেছে সেটা থেকে সকলে বিরত থাকবেন। সব সময় নিরপেক্ষ সংবাদ প্রচার করবেন। কারো গোলামী করবেন না। সকলে পেশাদারিত্বের সহিত কাজ করবেন। কোন পক্ষ নিয়ে কাজ করা থেকে বিরত থাকবেন।
জুলাই-আগষ্ট প্রসঙ্গে জাহিদুল ইসলাম বলেন, জুলাই-আগষ্টের গণঅভ্যূত্থানে সরকার তথা হাসিনার মদদে সারা দেশে বহু আহত-নিহত হয়েছে তার মধ্যে রংপুরের আবু সাঈদ অন্যাতম। মূলত তার কারণই আন্দোলন গতি পেয়েছিলো ও সহজ হয়েছে। তাই আমরা আবু সাঈদকে সব সময় স্মরণ করবো। আবু সাঈদ আমাদের গর্ব, দেশের গর্ব।
আওয়ামী লীগ প্রসঙ্গে কেন্দ্রীয় সভাপতি বলেন, আওয়ামী লীগ তথা হাসিনা তার নেতাদের নিয়ে দেশ থেকে পালিয়েছেন। তারা তাদের অপকর্মের ফল পেয়েছেন। হাসিনা যদি সুযোগ পেত তাহলে লক্ষাধীক লাশ ফেলেও ক্ষমতায় টিকে থাকতো। আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে তারা (আওয়ামী লীগ) সে সুযোগ পায়নি। আন্দোলনকারীরা সফল হয়েছে।
জাহিদুল ইসলাম হাসিনা প্রসঙ্গে বলেন, যে (হাসিনা) ব্যক্তি নেতাদের কথা শুনে, দলের কর্মিদের কথা না ভেবে দেশ থেকে পালিয়ে যায় তার রাজনীতি করার কোন অধিকার নাই। অনেকে আওয়ামী লীগকে পূণর্বাসন করার চেষ্টা করছে। আমি তাদের বলবো আপনারা বোকার রাজ্যে বসবাস করছেন। হাসিনার এদেশে আসার কোন সুযোগ নেই।
এ সময় জাহিদুল ইসলাম সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। উক্ত মতবিনিময় সভায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক মিছবাহুল করীম, রংপুর জেলার সভাপতি ফিরোজ মাহমুদ, মহানগর সভাপতি নুরুল হুদা, বেরোবি সভাপতি সোহেল রানাসহ জেলা, মহানগর ও কলেজের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এফপি/রাজ