জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীরকে সাময়িকভাবে দল থেকে বহিষ্কার করেছে। সোমবার (২১ এপ্রিল) রাতে এনসিপির যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলা প্রশাসক নিয়োগে অবৈধ প্রভাব খাটানো এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)-এর বই ছাপার কাগজে কমিশন বাণিজ্যের অভিযোগের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে কারণ দর্শানোর নোটিশও পাঠানো হয়েছে। নোটিশে বলা হয়েছে, কেন তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, সে বিষয়ে সাত দিনের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে হবে।
এনসিপির কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটি এ বিষয়ে তদন্ত করছে এবং চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ না হওয়া পর্যন্ত তানভীরকে সব ধরনের দলীয় দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তে স্বাক্ষর করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আখতার হোসেন।
গাজী সালাউদ্দিন তানভীর এনসিপির একজন পরিচিত মুখ ছিলেন এবং দলীয় কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছিলেন। তবে তার বিরুদ্ধে ওঠা এই গুরুতর অভিযোগ দলের অভ্যন্তরে আলোচনার জন্ম দিয়েছে।
এ বিষয়ে তানভীরের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এফপি/রাজ