পটুয়াখালী দশমিনা উপজেলার বেতাগীসানকিপুর ইউনিয়নের ছাত্রদলের সভাপতি মোঃ নাঈম ভূইয়াকে দলীয়শৃঙ্খলা ভঙ্গের কারণে সোমবার জরুরী বৈঠকের সিদ্ধান্তে স্থায়ী বহিষ্কার করেছে পটুয়াখালী জেলা ছাত্রদল।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বেতাগীসানকিপুর ইউনিয়নের বেতাগীসানকিপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নাঈম ভূইয়া গত ১৯ এপ্রিল সকালে একই ইউনিয়নের পরিবারের বারেক মিয়ার পরিবকারের কছে চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় তার ঘরে প্রবেশ করে ভাংচুর এবং ২ লক্ষ ৭৫ হাজার টাকা নিয়ে যাওয়ার ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পায়।
গত ২১ এপ্রিল রাতে জেলা ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান শামীম চৌধুরী ও যুগ্ন আহবায়ক জাকারিয়া আহম্মেদ এর সমন্বয়ে জরুরী বৈঠক আহবান করেন। উক্ত বৈঠকে দলীয়শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বেতাগীসানকিপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ নাঈম ভূইয়াকে স্থায়ী বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
জেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক হারুন আর রশিদের স্বাক্ষরিত চিঠি উপজেলা ছাত্রদলের সভাপতি ও সম্পাদক বরাবর প্রেরণ করে প্রেসব্রিফিং করা হয়।
পটুয়াখালী জেলা ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান শামীম চৌধুরী জানান, দশমিনা উপজেলার বেতাগীসানকিপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতির মোঃ নাঈম ভূইয়ার বিরুদ্ধে সুর্নিদিষ্ট অভিযোগ পাওয়ায় দলীয়শৃঙ্খলা ভঙ্গের কারণে দলীয় পদ থেকে স্থায়ী বহিষ্কার করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
তিনি আরো জানান জাতীয়তাবাদী ছাত্র দলের উপজেলা ও ইউনিয়নের নেতাদের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ প্রদান করেন।
বেতাগীসানকিপুর ইউনিয়নের ছাত্রদলের সভাপতি মোঃ নাঈম ভূইয়া বলেন আমি কাউকে হুমকি, মারধর করিনি এবং কোন ব্যক্তির ঘরে প্রবেশ করে টাকা নেইনি। আমি চক্রান্তের শিকার।
এফপি/রাজ