ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য শাহে আলম মুরাদকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর উত্তরা এলাকা থেকে তাকে আটক করা হয়। ডিএমপির গোয়েন্দা বিভাগের যুগ্ম কমিশনার রবিউল হোসেন ভূঁইয়া এই তথ্য নিশ্চিত করেছেন।
গত ৬ এপ্রিল সকালে রাজধানীতে একটি ঝটিকা মিছিলের নেতৃত্ব দেন শাহে আলম মুরাদ। এই মিছিলটি বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেট থেকে শুরু হয়ে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। মিছিলে প্রায় ১০০ জন নেতা-কর্মী অংশ নেন। এটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার এবং আওয়ামী লীগের নেতা-কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে আয়োজন করা হয়। মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা পুলিশি নজরে আসে।
ডিবির যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম জানিয়েছেন, শাহে আলম মুরাদের বিরুদ্ধে ছয়টি ফৌজদারি মামলা রয়েছে। তবে এসব মামলার বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
গত ৫ আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়। এরপর থেকে আওয়ামী লীগের অনেক নেতা-কর্মী পলাতক বা আত্মগোপনে রয়েছেন। অনেকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
শাহে আলম মুরাদের গ্রেপ্তার এই প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। এটি আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে এবং রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে।
এফপি/রাজ