‘ভিপি নুরের সমাবেশ করতে দেবে না দশমিনা-গলাচিপা উপজেলায় এম কোন কুতুব তৈরি হয়নি। গন অধিকারের কোন নেতাকর্মী ও সমর্থকদের কেহ আঘাত করলে পাল্টা আঘাত করে আমাকে ফোন করবেন বাকীটা আমি দেখবো।’
পটুয়াখালী দশমিনা উপজেলায় শনিবার বিকেলে গণঅধিকার পরিষদের উদ্যোগে পূর্ব আলীপুর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ফুটবল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে এ কথা বলেন নুরুল হক নুর। এ সময় আরো উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা গণঅধিকার পরিষদের আহবায়ক সৈয়দুল ইসলাম লিটু, সদস্য সচিব শাহ আলম, দশমিনা উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি লিয়ার হোসেন হাওলাদার, সদস্য সচিব মিলন, আলীপুর ইউনিয়ন গণঅধিকার পরিষদের সদস্য সচিব রাইসুল ইসলাম রাসেল সহ পরিষদের নেতৃবৃন্দ।
ফুটবল খেলা শুরুর আগে জনসভায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা ফুটবল খেলার আয়োজন করেছে সেখানে বিএনপি ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা খেলাকে বানচাল করার জন্য গণঅধিকার পরিষদের দশমিনা উপজেলা শাখার যুগ্ন সাধারণ সম্পাদক আবু বক্কর সহ ৪-৫ জন নেতাকর্মীকে পিটিয়ে আহত করে। বিএনপি নেতাদের বলেন আমি পটুয়াখালী ৩ আসন দশমিনা-গলাচিপা আসন থেকে নির্বাচন করবো তাই বলছি “আমাদের পায়ের উপর পারা দিয়ে ঝামেলা করতে এলে আমরা আঙ্গুল চুষবো না, গলঅধিকার বানের জলে ভেসে আসেনি। নুরুল হক নুর এক দিনে তৈরি হয়নি।
তিনি আরো বলেন- ভিপি নুরের সমাবেশ করতে দেবে না দশমিনা-গলাচিপা উপজেলায় এম কোন কুতুব তৈরি হয়নি। গণঅধিকারের কোন নেতাকর্মী ও সমর্থকদের কেহ আঘাত করলে পাল্টা আঘাত করে আমাকে ফোন করবেন বাকীটা আমি দেখবো। আগে ছোট বেলায় বাবা-মা বলতো বাবা কেহ হালা কইলে ভাই বলে ঘরে ফিরে আসবি কিন্তু সেই দিন নাই আমার নির্দেশ কেহ হালা কইলে ওর বুকটা কত বড় ওর কলিজা দেখতে হবে
তিনি নেতাকর্মীদের আরো বলেন বিএনপি-আওয়ামী লীগ পালাক্রমে ক্ষমতায় আসছে । কিন্তু আওয়ামী লীগ আকটানা ১৬ বছর ক্ষমতায় ছিলো। আওয়ামী লীগ সরকার পালাবার পর আজ দেশে লুটপাট, চাঁদাবাজি, টেন্ডাবাজি বন্ধ হয়নি। দশমিনা উপজেলায় একটি দল চরদখল, তর দখল, বাড়িঘর দখল, চাঁদাবাজি, শালিসির বাণিজ্য সহ মারামারিতে লিপ্ত আছে। কিন্তু গণ অধিকার পরিষদের কোন নেতাকর্মীদের এ কলঙ্ক নাই। আওয়ামী লীগের মতো এ সকল চলতে থাকলে আমাদের স্থান কোথায়? জনগণ কি ভাববে? নির্বাচন আসলে জনগন কিন্তু ছাড়বে না কথা মাথায় রাখবেন।
তিনি শির্ষ পর্যায়ের বিএনপির নেতাদের উদ্দেশ্য করে বলেন তৃনমূল নেতাদের সংযত করুন তা না হলে এরাই আপনাদের বিতর্ক করছে। নির্বাচন হয়নি এখনো কবে হবে কোন দল ক্ষমতায় যাবে তা বলা যায় নাা। তাই গণঅধিকার পরিষদের সকল নেতাকর্মীদেন জনগণের হয়ে কাজ কারার জন্য বলেন। বিএনপির এসকল পাতি নেতাদের কথায় কার না দিয়ে জনগনের আশা পূরনে কাজ করুন। পরে উপজেলার পূর্ব আলীপুর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত ফুটবল খেলা দেখেন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
এফপি/রাজ