Dhaka, Wednesday | 26 March 2025
         
English Edition
   
Epaper | Wednesday | 26 March 2025 | English
সুপ্রিম কোর্টের আপিল বিভাগে শপথ নিলেন দুই বিচারপতি
পাকিস্তানের আত্মসমর্পণ ও বঙ্গবন্ধুর ভাস্কর্য থাকছে না
দেশে কোনো জরুরি অবস্থা জারি করা হয়নি: সেনাপ্রধান
মুক্তিযুদ্ধ ও জুলাই অভ্যুত্থানের চেতনায় এগোতে চায় সরকার : প্রধান উপদেষ্টা
শিরোনাম:

থেমে থেমে জ্বলছে সুন্দরবনের আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

প্রকাশ: সোমবার, ২৪ মার্চ, ২০২৫, ২:২৫ পিএম  (ভিজিটর : ১২৭)
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের তেইশের ছিলার শাপলারবিল এলাকায় নতুন করে লাগা আগুন এখনও থেমে থেমে জ্বলছে। আগুন নেভাতে বনবিভাগের পাশাপাশি দ্বিতীয় দিনের মতো ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে। তবে পানির উৎস দূরে এবং জোয়ার-ভাটার ওপর নির্ভর করে আগুন নেভাতে কাজ করছে হচ্ছে তাদের।

আগুন যাতে করে নতুন এলাকায় ছড়িয়ে পড়তে না পারে সেজন্য ফায়ার লাইন কেটে দিয়েছে বনবিভাগ ও গ্রামবাসী। তবে এই আগুন সুন্দরবনের কতটা জায়গায় বিস্তৃত হয়েছে তা জানাতে পারেনি বনবিভাগ।

এদিকে, চাঁদপাই রেঞ্জের তেইশের ছিলার শাপলারবিল এলাকায় আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির হিসাব নিরুপণে চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) দিপন চন্দ্র দাসকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে বনবিভাগ। এই নিয়ে বনের আগুনের ঘটনা তদন্তে দুটি কমিটি করল বনবিভাগ।

রোববার রাত ৯টায় ফায়ার সার্ভিসের খুলনা ও বাগেরহাটের ১০টি ইউনিট নদী থেকে জোয়ারের পানি তুলে তা দিয়ে পানি ছিটিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। নদীতে জোয়ার থাকা পর্যন্ত তারা পানি ছেটানোর কাজ করে। ফায়ার সার্ভিসের পাশাপাশি বনবিভাগের নিজস্ব সেচ পাম্প দিয়ে আগুন নেভানোর কাজ চালিয়ে যাচ্ছে বনকর্মীরা। সন্ধ্যায় ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুনের স্থানে তাদের সরঞ্জাম নিয়ে পৌঁছে।

এর আগে, রোববার বেলা সাড়ে ১১টার দিকে চাঁদপাই রেঞ্জের তেইশের ছিলার শাপলার বিল এলাকায় আগুন দেখতে পায় বনবিভাগ।

খুলনা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক (এডি) আবু বক্কর জামান বলেন, ‘রোববার রাত ৯টায় মরা ভোলা নদীতে পাম্প মেশিন বসানোর কাজ শেষ করে আগুন নেভানোর কাজ শুরু করা হয়। এই আগুন নেভাতে খুলনা ও বাগেরহাটের ১০টি ইউনিট একযোগে কাজ করছে। পানির উৎস দূরে থাকায় আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে। তারপরে নদীতে জোয়ার-ভাটার একটা ব্যাপার রয়েছে। জোয়ার-ভাটা মাথায় রেখে আমরা কাজ করতে হচ্ছে। আগুন যাতে বিস্তৃত হতে না পারে সেজন্য আগুনের স্থানের চারপাশে ফায়ার লাইন কেটে দিয়ে আগুন নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করা হচ্ছে। গভীর রাত পর্যন্ত পানি ছেটানোর কাজ চলে।’

আবু বক্কর জামান বলেন, ‘সোমবার সকালে জোয়ার শুরু হয়েছে। এখন আবার পানি ছেটানোর কাজ চলছে। আমরা সেখানেই আগুনে কুণ্ডলী ও ধোঁয়া দেখতে পাচ্ছি সেখানেই পানি ছেটাচ্ছি। আমাদের পাশাপাশি বনবিভাগও তাদের নিজস্ব পাম্প দিয়ে পানি ছেটাচ্ছে। আগুন যাতে বাড়তে না পারে সেজন্য প্রাণপণ চেষ্টা চলছে।’

বন অধিদপ্তরের খুলনা বিভাগের বনসংরক্ষক (সিএফ) ইমরান আহমেদ বলেন, ‘তেইশের ছিলার শাপলারবিল এলাকায় লাগা আগুন থেমে থেমে জ্বলছে। আগুনের তীব্রতাও বেশি। বনের আগুন কখন পুরোপুরি নিয়ন্ত্রণে আসবে তা এখন বলা যাচ্ছে না। তবে নতুন এলাকায় যাতে আগুন না ছড়ায় সেজন্য প্রথমে ফায়ার লাইন কাটার কাজ আগেই করা হয়। আগুন এখন নির্দিষ্ট সীমার মধ্যে রয়েছে।’

বনে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির হিসাব নিরুপণে চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) দিপন চন্দ্র দাসকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে বলেও জানান ইমরান আহমেদ। তিনি জানান, কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

এফপি/এমআই
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: financialpostbd@gmail.com, tdfpad@gmail.com
🔝