Dhaka, Tuesday | 22 April 2025
         
English Edition
   
Epaper | Tuesday | 22 April 2025 | English
স্বর্ণের দাম স্মরণকালের সর্বোচ্চ, ভরিপ্রতি বাড়ল ৪৭১৩ টাকা
হাসিনাসহ শেখ পরিবারের ১০ সদস্যের ‘এনআইডি লক’
৩১ বাংলাদেশিকে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র
প্রধান উপদেষ্টার কাতার সফরে গুরুত্ব পাবে জ্বালানি, বিনিয়োগ ও ভিসা নীতি
শিরোনাম:

বইমেলায় পলিয়ার ওয়াহিদের দুটি কাব্যগ্রন্থ

প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:৩৯ পিএম  (ভিজিটর : ৩৫)
কবি পলিয়ার ওয়াহিদের নতুন দুটি কাব্যগ্রন্থ ‘গুলি ও গাদ্দার’ ও ‘মুণ্ডুকাটা হরিণের বনে’র প্রচ্ছদ। ছবি: সৌজন্যে

কবি পলিয়ার ওয়াহিদের নতুন দুটি কাব্যগ্রন্থ ‘গুলি ও গাদ্দার’ ও ‘মুণ্ডুকাটা হরিণের বনে’র প্রচ্ছদ। ছবি: সৌজন্যে

পলিয়ার ওয়াহিদ মূলত একজন কবি। তবে কবিতার পাশাপাশি তিনি গদ্যও লিখে থাকেন। তার কবিতায় মাটিলগ্ন মানুষের আদন্দ-বেদনা ধরা পড়ে গভীরভাবে। সহজ-সাবলীল ভাষায় বাংলার প্রাণ-প্রকৃতি ও প্রেমের অনুভূতিও তার কবিতায় দেখা যায়।

কবি পলিয়ার ওয়াহিদের নতুন দুটি কাব্যগ্রন্থ অমর একুশে বইমেলা-২০২৫ এ প্রকাশিত হয়েছে। জুলাই গণঅভ্যুত্থান নিয়ে কবিতা ‘গুলি ও গাদ্দার’। বইটির প্রচ্ছদ করেছেন রাজীব দত্ত। মূল্য ২৩০ টাকা এবং ফ্যাসিবাদবিরোধী কবিতার বই ‘মুণ্ডুকাটা হরিণের বনে’। বইটির প্রচ্ছদ করেছেন সাহাদাত হোসেন। মূল্য ২৩০ টাকা। বই দুটি পাওয়া যাবে উদ্যানের ১৮০-১৮১ নম্বর ঘাসফুলের স্টলে।

বই দুটি সম্পর্কে কবি জানান, ‘গুলি ও গাদ্দার’ মূলত জুলাই বিপ্লবের সময় লেখা কবিতা। সরকারি বাহিনী দ্বারা বিধ্বস্ত ভয়ার্ত মানুষ, রক্তাক্ত জনপদ ও নারকীয় সব হত্যাযজ্ঞের টুকরো টুকরো ক্ষত। সময়ের অন্তরদহন, প্রতিবাদ ও প্রতিরোধের কবিতা ‘গুলি ও গাদ্দার।’ অন্যদিকে ‘মুন্ডুকাটা হরিণের বনে’ খুনি হাসিনার অবৈধ সরকারের সময়ে গুম খুনের বিরুদ্ধে লেখা কবিতা। যেই সময় কথা বলা ছিল বিপজ্জনক সেই অবরুদ্ধ সময় লেখা কবিতার বই। যেন অসময়ের দলিল।

কবি পলিয়ার ওয়াহিদের জন্ম ২৬ ফাল্গুন যশোর জেলায়। ‘দোঁআশ মাটির কোকিল’ ও ‘সিদ্ধ ধানের ওম’ তার সাড়া জাগানো দুটি কাব্যগ্রন্থ। তিনি পেশায় একজন সাংবাদিক। কর্মরত আছেন একটি সংবাদ সংস্থায়। শৈশব কেটেছে যশোরে। লেখাপড়া করেছেন সিলেটে, মনোবিজ্ঞানে।

এফপি/এমআই
বিষয়:  বইমেলা   পলিয়ার ওয়াহিদ   কাব্যগ্রন্থ  
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝