রাজশাহীর তানোরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বেলা ১১টায় তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা পরিষদের প্রশাসক নাঈমা খান।
সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিব শংকর বসাক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.বার্নাবাস হাসদাক, তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আলেয়া ফেরদৌসী, মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুন, সমাজসেবা কর্মকর্তা শহিদুল ইসলাম, উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা সুভাষ চন্দ্র প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন, তানোর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, তানোর প্রেসক্লাবের সভাপতি সাইদ সাজু, তানোর মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সারুয়ার হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে তানোর উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট দপ্তরসমূহকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়।
সভা শেষে উপজেলা প্রশাসনিক হলরুমে উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানগণ অংশগ্রহণ করেন।
এফপি/জেএস