Dhaka, Sunday | 1 February 2026
         
English Edition
   
Epaper | Sunday | 1 February 2026 | English
আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ২২৪.২৬ কোটি টাকার রপ্তানি আদেশ
বিশ্বকাপ থেকে কি সরে দাঁড়াচ্ছে পাকিস্তান
সারাদেশে মোতায়েন থাকবে ৩৭ হাজার বিজিবি সদস্য
বিশ্ববাজারে স্বর্ণের দামে বিশাল পতন, দুই দিনে কমলো ৮০ হাজার টাকা
শিরোনাম:

পাইকগাছার সাবেক ছাত্রনেতার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

প্রকাশ: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ৭:৩০ পিএম  (ভিজিটর : ১৩)

পাইকগাছার সাবেক ছাত্রনেতা ও বিএনপি নেতা এসএম নাজমুল হুদা মিন্টুর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের অভিযোগ উঠেছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক প্রতিপক্ষরা পরিকল্পিতভাবে তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের মিথ্যা ও বানোয়াট তথ্য ছড়িয়ে প্রশাসন ও সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে বলে অভিযোগ করেছেন তিনি।

এসএম নাজমুল হুদা মিন্টু পাইকগাছা উপজেলার চাঁদখালী ইউনিয়নের কালিদাসপুর গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে। বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত রয়েছেন। এর আগে তিনি পাইকগাছা উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব এবং খুলনা জেলা ছাত্রদলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

রাজনীতির পাশাপাশি এলাকায় তিনি একজন সফল ব্যবসায়ী ও তরুণ সমাজসেবক হিসেবে পরিচিত। তার পিতাও ছিলেন একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। মিন্টুর মালিকানায় চাঁদখালী ও গজালিয়ায় দুটি মৎস্য আড়ৎ, চাঁদখালী বাজারে একটি বাগদা চিংড়ি পোনার নার্সিং পয়েন্ট, প্রায় ৩০ বিঘা আয়তনের একটি লিজকৃত মৎস্যঘের রয়েছে। এছাড়া তিনি চাঁদখালী গরুর হাটের ইজারাদার এবং ইটভাটায় কয়লা সরবরাহ ব্যবসাসহ বিভিন্ন ব্যবসার সঙ্গে সম্পৃক্ত।

স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা রয়েছে, তিনি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চাঁদখালী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হতে পারেন। এ লক্ষ্যেই রাজনীতি ও ব্যবসার পাশাপাশি তিনি এলাকায় বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। ইতোমধ্যে তার উদ্যোগে পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে চাঁদখালী এলাকার পানি সরবরাহের স্লুইচগেট সংলগ্ন খাল খনন কাজ সম্পন্ন হয়েছে। এছাড়া নিজস্ব অর্থায়নে কানুয়ার ডাঙা এলাকায় একটি সড়ক নির্মাণ করেছেন তিনি। মসজিদ, মন্দিরসহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানে নিয়মিত সহযোগিতা করে আসছেন বলেও জানান তিনি।

এসব কর্মকাণ্ডের ফলে এলাকায় তার জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা বাড়ছে দাবি করে নাজমুল হুদা মিন্টু বলেন, এই কারণেই রাজনৈতিক প্রতিপক্ষরা তার বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচারে লিপ্ত হয়েছে। তিনি অভিযোগ করে বলেন, আমার রাজনৈতিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যে ইব্রাহিম নামের এক ব্যক্তির সঙ্গে আমাকে জড়িয়ে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে। যার সঙ্গে আমার রাজনৈতিক, ব্যবসায়িক কিংবা ব্যক্তিগত কোনো ধরনের সম্পর্ক নেই।

তিনি আরও বলেন, “আমার একাধিক ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। কোথাও দখল বা চাঁদাবাজির প্রয়োজন আমার নেই। আমি চেয়ারম্যান প্রার্থী হতে পারি—এই আশঙ্কা থেকেই এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার উদ্দেশ্যে রাজনৈতিক প্রতিপক্ষরা পত্রিকা ও বিভিন্ন মাধ্যমে আমাকে জড়িয়ে মিথ্যা সংবাদ প্রচার করছে।”

এ ধরনের অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন সাবেক ছাত্রনেতা এসএম নাজমুল হুদা মিন্টু।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
...
🔝