কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহমেদ রুমির নির্বাচনি প্রচারণায় আয়োজিত বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা প্রশাসনের হস্তক্ষেপে ভেস্তে গেছে।
বুধবার (২৮ জানুয়ারী) দুপুরে কুমারখালী উপজেলার ছেঁউরিয়া এলাকায় এ ঘটনা ঘটে। প্রচারণায় অংশ নিতে সকাল ১১ টার পর থেকেই ছেঁউডরিয়া দবির মোল্লার গেট এলাকায় কয়েকশ মোটরসাইকেল নিয়ে জড়ো হন বিএনপি নেতাকর্মী ও সমর্থকরা। পরে সেখান থেকে একটি মোটরসাইকেল বহর নিয়ে তারা বাউল সরাট ফকির লালন সাঁইয়ের আখড়াবাড়ীর মাঠে সমবেত হন।
এ সময় খবর পেয়ে কুমারখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাভিদ সারওয়ার পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। তিনি দ্রুত মোটর সাইকেলগুলো সরিয়ে নেওয়ার নির্দেশ দেন এবং অন্যথায় জরিমানার হুঁশিয়ারি দেন। এতে নেতাকর্মীরা মোটরসাইকেল নিয়ে ছত্রভঙ্গ হয়ে পড়েন।
পরবর্তীতে নেতাকর্মীরা ছেঁউডরিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে আবারও মোটরসাইকেল নিয়ে জড়ো হওয়ার চেষ্টা করেন। তবে সেখানেও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাভিদ সারওয়ার উপস্থিত হলে মোটরসাইকেল চালকরা স্থান ত্যাগ করেন।
এদিকে, ওই এলাকায় একটি নির্বাচনি কার্যালয় উদ্বোধন করেন বিএনপি প্রার্থী সৈয়দ মেহেদী আহমেদ রুমি। উদ্বোধন শেষে সেখানে স্থানীয় নেতাকর্মীদের মাঝে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করে খিচুড়ি বিতরণ করেন।
এফপি/জেএস