জয়পুরহাটে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি শেষে সংবাদ কর্মীদের কে সনদ প্রদান করা হয়েছে।
বুধবার (২৮ জানুয়ারি) প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে সনদ তুলে দেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন ও অনলাইন বাংলা মেইলের নির্বাহী সম্পাদক হারুন জামিল।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়পুরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক-উর-রহমান, জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবুবকর সিদ্দিক, সাধারণ সম্পাদক মাসুদ রানা, গণমাধ্যম ও প্রশাসনের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
পিআইবি আয়োজিত এ প্রশিক্ষণে জয়পুরহাট ও গাইবান্ধা জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত মোট ৫০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। দুই দিনব্যাপী প্রশিক্ষণের প্রথম দিনে রিসোর্স পারসন হিসেবে দায়িত্ব পালন করেন দ্য ডেইলি স্টারের সিনিয়র রিপোর্টার বাহারাম খান।
প্রশিক্ষণে নির্বাচনকালীন রিপোর্টিংয়ে সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য শনাক্তকরণ, এআইভিত্তিক ফ্যাক্ট চেকিং এবং নির্বাচনী সংবাদ পরিবেশনে নিরপেক্ষতা, বস্তুনিষ্ঠতা ও স্বচ্ছতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
এফপি/জেএস