পাবনার বেড়া উপজেলার কৈটোলা ইউনিয়নে পাখিবন্ধু স্বর্গীয় শ্রী আকাশকলি দাসের গড়ে তোলা পাখির অভয়াশ্রম সংরক্ষণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) বেলা ১১টায় পাবনা প্রেসক্লাবের সামনে পরিবেশবাদী সংগঠন, নাগরিক সমাজ ও গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে পাবনা জেলা প্রশাসকের মাধ্যমে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টার কাছে স্মারকলিপি দেওয়া হয়।
বক্তারা বলেন, কাগেশ্বরী নদীর তীরে প্রায় ৮ বিঘা জমির ওপর পরিকল্পিত বনায়নের মাধ্যমে আকাশকলি দাস পাখিদের জন্য একটি নিরাপদ আবাসস্থল গড়ে তুলেছিলেন। প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ২০২৪ সালে বাংলাদেশ সরকারের ‘অ্যাওয়ার্ড ফর ওয়াইল্ডলাইফ কনজার্ভেশন’ পুরস্কারে ভূষিত হন।
তারা অভিযোগ করেন, আকাশকলি দাসের মৃত্যুর পর কয়েকজন ব্যক্তি দানপত্র বা বিক্রয়ের দাবি তুলে ঘোষিত অভয়াশ্রম এলাকায় বৃক্ষ নিধন ও পাকা স্থাপনা নির্মাণ শুরু করেছেন, যা পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে। বক্তারা বলেন, জমির মালিকানা যাই হোক না কেন, জাতীয় স্বার্থে অভয়াশ্রমটি রাষ্ট্রীয়ভাবে সংরক্ষণ করা জরুরি।
মানববন্ধনে বক্তব্য দেন পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমান, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডীন ও গ্রীণ ভয়েসের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মো. নাজমুল ইসলাম, বাঁচতে চাই সমাজ-এর নির্বাহী পরিচালক আব্দুল রব মন্টু, ইয়াদ আলী মৃধা, সাংস্কৃতিক সম্পাদক, পাবনা প্রেসক্লাব, ফটো সাংবাদিক হাসান মাহমুদ ডি এবং প্রাণী অধিকার কর্মী রাকিবুজ্জামান শাদ, আয়শা রহমানসহ অন্যান্যরা।
স্মারকলিপিতে অভয়াশ্রম রক্ষায় দ্রুত আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
এফপি/জেএস