Dhaka, Sunday | 1 February 2026
         
English Edition
   
Epaper | Sunday | 1 February 2026 | English
আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ২২৪.২৬ কোটি টাকার রপ্তানি আদেশ
বিশ্বকাপ থেকে কি সরে দাঁড়াচ্ছে পাকিস্তান
সারাদেশে মোতায়েন থাকবে ৩৭ হাজার বিজিবি সদস্য
বিশ্ববাজারে স্বর্ণের দামে বিশাল পতন, দুই দিনে কমলো ৮০ হাজার টাকা
শিরোনাম:

ডব্লিউএফপির প্রকল্পে বদলাচ্ছে পাইকগাছার সোলাদানার যোগাযোগ ব্যবস্থা

প্রকাশ: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬, ৮:২২ পিএম  (ভিজিটর : ২০৫)

বিশ্বখাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)-এর অর্থায়নে এবং উন্নয়ন সংস্থা সুশীলনের বাস্তবায়নে পাইকগাছা উপজেলার সোলাদানা ইউনিয়নের গ্রামীণ যোগাযোগ ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসছে। দুর্গম ও দুর্যোগপ্রবণ এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের ভোগান্তি লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে গ্রামীণ সড়ক উন্নয়ন কার্যক্রম।

২০২৫–২৬ অর্থবছরে বাস্তবায়নাধীন “দুর্যোগ ঝুঁকি হ্রাস কার্যক্রমের মাধ্যমে কমিউনিটি সম্পদ তৈরি” শীর্ষক প্রকল্পের আওতায় পাইকগাছা উপজেলায় প্রায় ৩ কোটি ৭ লাখ টাকা ব্যয়ে বিভিন্ন উন্নয়ন কাজ চলমান রয়েছে।

এরই অংশ হিসেবে সোলাদানা ইউনিয়নে প্রায় সোয়া ১ কোটি টাকা ব্যয়ে ২ হাজার ৬৫০ মিটার দৈর্ঘ্যের দুটি গুরুত্বপূর্ণ মাটির সড়ক উন্নয়ন করা হচ্ছে। প্রকল্পের আওতায় আমুরকাটা বাজার থেকে দীঘা পর্যন্ত প্রায় ২ দশমিক ৪২ কিলোমিটার সড়কের কাজ ইতোমধ্যে ৮৭ শতাংশ সম্পন্ন হয়েছে। এছাড়া সোলাদানা বাজার থেকে খেয়াঘাট পর্যন্ত ২৩০ মিটার সড়কের কাজ প্রায় ৯৫ শতাংশ শেষ হয়েছে।

এদিকে সোমবার (২৬ জানুয়ারি) উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী-এর নেতৃত্বে উপজেলা টাস্কফোর্স কমিটির সদস্যরা চলমান উন্নয়ন কাজ পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা প্রকৌশলী শাফিন শোয়েব, উপজেলা শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা, উপ-সহকারী প্রকৌশলী প্রশান্ত পাল ও জাহাঙ্গীর আলম, সুশীলনের প্রকল্প সমন্বয়কারী মো. ইমরান হোসেনসহ প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা ও ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

সংশ্লিষ্টরা জানান, এসব সড়ক উন্নয়ন কাজ সম্পন্ন হলে সোলাদানা, লতা ও দেলুটি ইউনিয়নের মানুষের যাতায়াত ব্যবস্থা সহজ হবে। পাশাপাশি নদী পারাপার, শিক্ষা ও স্বাস্থ্যসেবা গ্রহণ এবং গ্রামীণ অর্থনীতিতে উল্লেখযোগ্য ইতিবাচক পরিবর্তন আসবে।

দীর্ঘদিন ধরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এই এলাকার মানুষের কাছে ডব্লিউএফপি ও সুশীলনের এই উদ্যোগ নতুন আশার আলো হিসেবে বিবেচিত হচ্ছে।

এফপি/জেএস


সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
...
🔝