রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মেজর জেনারেল অবসরপ্রাপ্ত শরিফ উদ্দিন ধানের শীষ প্রতীকে নির্বাচনী প্রচারণা জোরদার করেছেন।
সোমবার (২৬ জানুয়ারি) দুপুর থেকে সন্ধ্যা রাত পর্যন্ত তানোর উপজেলার কামারগাঁ ইউনিয়নের বিভিন্ন এলাকায় স্থানীয় নেতা-কর্মীদের সমন্বয়ে জনসমাগম ও পথসভা অনুষ্ঠিত হয়।
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দিন স্থানীয় জনগণের সঙ্গে কথা বলে আসন্ন ১২ ফেব্রুয়ারি, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, “জনগণের আস্থা ও ভোটই আমাদের শক্তি। দেশে গণতন্ত্র ও মানবিক মর্যাদা ফিরিয়ে আনতে আপনাদের ভোট অপরিহার্য।”
প্রচারণায় উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা বিএনপির সদস্য ও সাবেক পৌর মেয়র মিজানুর রহমান মিজান, তানোর উপজেলা বিএনপির আহ্বায়ক আখেরুজ্জামান হান্নান, সদস্য সচিব শামসুল, কামারগাঁ ইউনিয়ন বিএনপির সভাপতি প্রভাষক জাইদুর রহমান জাহিদ, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান মতি, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম অরণ্য কুসুম, উপজেলা যুবদলের সদস্য সচিব শরীফ উদ্দিন মুন্সী, উপজেলা কৃষকদলের সাবেক সদস্য সচিব আব্দুল মালেক, সাবেক সেচ্ছাসেবকদলের সভাপতি সুলতান মাষ্টার, বিএনপি নেতা সাহিনুর নবী ডায়মন্ডসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
কামারগাঁ ইউনিয়নের বিভিন্ন মোড় ও বাজার এলাকায় অনুষ্ঠিত এসব পথসভায় স্থানীয় বাসিন্দারা উৎসাহী অংশগ্রহণ করেন। প্রার্থী শরিফ উদ্দিন কৃষি, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও যুবসমাজের নিয়োগ নিশ্চিতকরণসহ এলাকার উন্নয়নমূলক বিষয়গুলোতে গুরুত্বারোপ করেন।
এফপি/জেএস