মাগুরার শ্রীপুর উপজেলা প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে গণভোট বিষয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা সমাজসেবা কার্যালয় এ উঠান বৈঠকের আয়োজন করে।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় শ্রীপুর প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সুমন মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আব্দুর রাজ্জাক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, সহকারী সমাজসেবা কর্মকর্তা শাহীনুল ইসলাম, ফিল্ড সুপারভাইজার অসীম বিশ্বাস প্রমুখ।
উঠান বৈঠকে বিদ্যলয়টির শিক্ষকমণ্ডলী, এলাকার সুধীজন ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুর রাজ্জাক আসন্ন গণভোট সম্পর্কে 'হ্যা' এর পক্ষে ভোট দেওয়ার আহবান জানিয়ে দিকনির্দেশনা প্রদান করেন।
এফপি/এমআই