ময়মনসিংহের ভালুকায় অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে ভরাডোবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এবিএম মেহেদী মাসুদকে প্রত্যাহার করে হাইওয়ে পুলিশ ময়মনসিংহ সদরদপ্তরে সংযুক্ত করা হয়েছে।
রোববার ২৫ জানুয়ারি হাইওয়ে পুলিশ ময়মনসিংহ রিজিয়নের পুলিশ সুপার কাজী মো. সোয়েব স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য নিশ্চিত করা হয়। অফিস আদেশে বলা হয়েছে অনৈতিক কাজে জড়িত থাকার অপরাধের জন্য পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ময়মনসিংহ সদরদপ্তরে সংযুক্ত করা হলো।
সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, শুক্রবার ২৩জানুয়ারি ভোরে মিথ্যে ডাকাতির অভিযোগ তুলে উপজেলার মেহরাবাড়ি থেকে রট বুঝায় দুইটি ট্রাক (ঢাকা মেট্রো- ট: ২৪-৩২৬৪) ও (ঢাকা মেট্রো ট: ২০-৯৯৮০) এবং দুই ট্রাক চালক সহ ছয়জনকে দীর্ঘ ১৫ ঘণ্টার বেশি সময় কোনো ধরনের খাবার না দিয়েই আটকে রাখেন ভরাডোবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এবিএম মেহেদী মাসুদ। পরে ষাট হাজার টাকার বিনিময়ে মুক্তি পায়। বিষয়টি জানাজানি হলে এলাকায় ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।
পরবর্তীতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ওসিকে প্রত্যাহার করে হাইওয়ে রিজিয়ন ময়মনসিংহ সদরদপ্তরে সংযুক্ত করার সিদ্ধান্ত নেয়। তবে এবিষয়ে জানতে চাইলে হাইওয়ে ময়মনসিংহ রিজিয়নের পুলিশ সুপার কাজী মো. সোয়েব এর সরকারি নাম্বারে একাধিকবার কল দিলেও রিসিভ করেননি, ফলে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এফপি/জেএস