ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষ্যে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে শনিবার (২৪ জানুয়ারি)।
মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মাগুরা। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরায় মোতায়েনরত বাংলাদেশ সেনাবাহিনীর ১৪তম ইনফ্যান্ট্রি রেজিমেন্টের অধিনায়ক, পুলিশ সুপার মাগুরা, জেলা নির্বাচন অফিসার, জেলা আনসার কমান্ড্যান্ট, উপজেলা নির্বাহী অফিসার (মাগুরা সদর)সহ ভোটগ্রহণ কার্যক্রমে সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের পেশাদারিত্ব, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি ভোটগ্রহণ প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
উল্লেখ্য, এই প্রশিক্ষণ কর্মসূচি ২৪ জানুয়ারি থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত চলবে। এতে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের নির্বাচনী আইন, বিধি-বিধান, ভোটগ্রহণ পদ্ধতি ও দায়িত্বসম্পর্কিত বিষয়ে বিস্তারিত প্রশিক্ষণ দেওয়া হবে।
এফপি/জেএস