মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়েতে মালবাহী পিকআপের পেছনে অজ্ঞাত বাসের ধাক্কায় পিকআপ চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন পিক-আপটির চালকের সঙ্গী।
শনিবার (২৪ জানুয়ারি) দিবাগত রাতে এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী সেতুর ঢালে এ দুর্ঘটনা ঘটে।
রোববার দুপুর পর্যন্ত হতাহতদের পরিচয় সনাক্ত করা যায়নি। নিহত পিক-আপের চালকের বয়স ৩৫-৩৬ বছর এবং আহতের বয়স ২২-২৩ বছর হবে বলে ধারনা হাইওয়ে পুলিশের। আহতকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
হাসাড়া হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাতে মুরগীবাহী একটি পিকআপ ঢাকার দিকে যাচ্ছিলো। রাত তিনটার দিকে পিকআপটি ধলেশ্বরী সেতুর ডালে আসলে ওই পথ ধরে যাওয়া অজ্ঞাত একটি বাস পিকআপটিকে সজোড়ে ধাক্কা দেয়। এতে পিকআপটি উল্টে পড়ে যায়। এতে ঘটনা স্থলেই পিকআপের চালক ঘটনাস্থলে মারা যান। আহত হন পিকআপে চালকের সঙ্গে থাকা অপর একজন। পরে হাসাড়া হাইওয়ে থানা পুলিশকে খবরটি জানানো হয়।
হাসাড়া হাইওয়ে থানার ওসি এটিএম মাহমুদুল হক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অজ্ঞাত বাসটি শনাক্তের চেষ্টা চলছে। নিহতের পরিচয় সনাক্ত করতে পিবিআইকে খবর দেওয়া হয়েছে। নিহতের লাশ ও পিক-আপটি হাসাড়া হাইওয়ে থানা আছে।
এফপি/জেএস