খুলনা মহানগরীর আদালত চত্বরে সংঘটিত আলোচিত জোড়া খুনের ঘটনায় সরাসরি সম্পৃক্ত দুই আসামিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৬।
র্যাব জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই বিভিন্ন অপরাধে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে কাজ করে যাচ্ছে বাহিনীটি। এরই ধারাবাহিকতায় র্যাব-৬, সিপিসি স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল শনিবার (২৫ জানুয়ারি) রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে খুলনা জেলার রূপসা থানাধীন আইচগাতি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানে খুলনা আদালত চত্বরে সংঘটিত জোড়া খুনের ঘটনায় সরাসরি সম্পৃক্ত দুই গ্রেফতারকৃত আসামিরা হলো: মোঃ রেজাউল মুন্সী হৃদয়, পিতা: মোঃ ইমরান মুন্সী।
মোঃ আলিফ হোসেন নয়ন, পিতা: সাহাবুদ্দিন শেখ। তারা দুজনই রূপসা থানার আইচগাতি এলাকার বাসিন্দা। র্যাব সূত্রে জানা যায়, অভিযান চলাকালে আসামিদ্বয় র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে কুড়াল ও চাপাতি নিয়ে হামলার চেষ্টা করে। আত্মরক্ষার্থে র্যাব সদস্যরা ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং পরবর্তীতে আসামিদ্বয়কে আটক করতে সক্ষম হন।
গ্রেফতারের সময় আসামিদের হেফাজত থেকে ৭৯টি ইয়াবা ট্যাবলেট, একটি খেলনা পিস্তল, একটি দেশীয় কুড়ালসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিদের রূপসা থানায় হস্তান্তর করা হয়েছে। উল্লেখ্য, এর আগে গত ১৭ ডিসেম্বর একই জোড়া খুনের মামলার আরেক আসামি মোঃ ইজাজুল হোসেন (পিতা: ফারুক হোসেন), আইচগাতি, রূপসা, খুলনাকে গ্রেফতার করে র্যাব-৬, স্পেশাল কোম্পানি।
এফপি/অ