ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সীমান্তবর্তী এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ শাড়ী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত শাড়ীর বাজারমূল্য প্রায় এক কোটি টাকা বলে জানিয়েছে বিজিবি।
সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) সূত্রে জানা যায়, শনিবার (২৪ জানুয়ারি) ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ কসবা উপজেলার সীমান্তবর্তী কৈয়াপুনিয়া এলাকায় বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মালিকবিহীন অবস্থায় ৯২ লক্ষ ৪৭ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় শাড়ী উদ্ধার করা হয়।
বিজিবি সূত্র আরও জানায়, সীমান্ত দিয়ে অবৈধভাবে চোরাচালান হওয়া পণ্য দেশের অর্থনীতির জন্য হুমকি সৃষ্টি করছে। এসব অপরাধ দমনে নিয়মিত টহল ও বিশেষ অভিযান জোরদার করা হয়েছে।
এ বিষয়ে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ জিয়াউর রহমান, পিবিজিএম, বিজিবিএমএস, এএসসি বলেন,“বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্তের নিরাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা সজাগ রয়েছে। চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে অবৈধ পণ্য জব্দ করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
উদ্ধারকৃত শাড়ী আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে বিজিবি।
এফপি/অ