দীর্ঘ ২০ বছর পর চট্টগ্রামে গেলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ৭টার দিকে তিনি চট্টগ্রামে পোৗঁছান। বিএনপির সিনিয়র নেতা ও চট্টগ্রামের মহানগরীর নেতারা তাকে স্বাগত জানান।
এর আগে সন্ধ্যা পৌনে ৭টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করেন।
আগামীকাল রোববার চট্রগ্রাম নগরের পলোগ্রাউন্ড মাঠে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তিনি।
দীর্ঘ প্রায় দুই দশক পর দলের প্রধান হিসেবে তারেক রহমানের প্রথম চট্টগ্রাম সফরকে কেন্দ্র করে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে।
আগামীকাল বেলা সাড়ে ১১টায় চট্টগ্রাম পলোগ্রাউন্ড মাঠে নির্বাচনি সমাবেশ শেষে বিকেল ৪টায় ফেনী পাইলট স্কুল খেলার মাঠে নির্বাচনি সমাবেশে বক্তব্য রাখবেন তারেক রহমান।
এরপর বিকেল সাড়ে ৫টায় কুমিল্লা চৌদ্দগ্রাম হাইস্কুল মাঠে নির্বাচনি সমাবেশে, সন্ধ্যা ৭টায় কুমিল্লার সোয়াগাজী ডিগবাজির মাঠে নির্বাচনি সমাবেশে, সন্ধ্যা সাড়ে ৭টায় কুমিল্লার দাউদকান্দি উপজেলার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে নির্বাচনি সমাবেশে এবং রাত সাড়ে ১১টায় নারায়ণগঞ্জের কাঁচপুর বালুর মাঠে নির্বাচনি সমাবেশে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বক্তব্য রাখবেন বলে দলীয় সূত্র জানিয়েছে।
এফপি/এমআই