শ্রীমঙ্গলে অবস্থিত বাংলাদেশ চা গবেষণা ইন্সটিটিউটে ৬০ তম চা সম্পর্কিত বার্ষিক কোর্সের উদ্বোধন হয়েছে।
শনিবার সকাল ১১ টায় বাংলাদেশ চা বোর্ডের ব্যবস্থাপনা প্রশিক্ষণ কেন্দ্রে সপ্তাহব্যাপী আয়োজিত এই প্রশিক্ষণ কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি বাংলাদেশ চা বোর্ডের সদস্য (গবেষণা ও উন্নয়ন) ও যুগ্ম সচিব মো. মোয়াজ্জম হোসাইন।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বায়লাদেশ চা গবেষণা ইন্সটিটিউটের পরিচালক ড. মো. ইসমাইল হোসেন।
বিশেষ অতিথি ছিলেন জেমস ফিনলে চা কোম্পানির চীফ অপারেটিং অফিসার মো. তাহসিন আহমদ চৌধুরী, বাংলাদেশ টি এসোসিয়েশনের সিলেট ব্রাঞ্চের চেয়ারম্যান জি এম শিবলী প্রমুখ।
বাংলাদেশ চা গবেষণা ইন্সটিটিউটের কীটতত্ব বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শামীম আল মামুনের সঞ্চালয়ায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্যারাগন টি কোম্পানির পরিচালক ( অপারেশন) মুফতি হাসান।
প্রশিক্ষণে সিলেট, মৌলভীবাজার, পঞ্চগড়, হবিগঞ্জ ও শ্রীমঙ্গলের বিভিন্ন চা- বাগানের সহকারি ব্যস্থাপক, ব্যবস্থাপক, নবীন টি প্লান্টার্স, বায়ারসসহ প্রায় ৪০ জন প্রশিক্ষনার্থী অংশগ্রহন করেন।
এফপি/অ