পাবনার সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের মনোহরপুর গ্রামে একটি কলাবাগান থেকে মোঃ হাসিবুল (১৭) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৪ জানুয়ারি) সকাল আনুমানিক ৮টার দিকে বাড়ির পাশের কলাবাগানে লাশটি দেখতে পেয়ে স্থানীয়রা বিষয়টি বাগান মালিক, ইউনিয়ন চেয়ারম্যান ও পুলিশকে জানান।
নিহত হাসিবুল ওই গ্রামের মোঃ জহুরুল ইসলামের ছেলে। খবর পেয়ে পাবনা সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহতের পিতা মোঃ জহুরুল ইসলাম, মা নাজনিন নাহার ও বোন জুলিয়া বলেন, কীভাবে এবং কেন তাদের ছেলের মৃত্যু হয়েছে, তা তারা বুঝতে পারছেন না। পরিবারের পক্ষ থেকেও মৃত্যুর বিষয়ে কোনো স্পষ্ট কারণ জানা যায়নি।
কলা বাগানের মালিক আজমল পেশকার জানান, সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে আসেন। বাগানে মরদেহটি পড়ে থাকতে দেখা যায়।
মালিগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মুনতাজ আলী বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যা, আত্মহত্যা নাকি স্বাভাবিক মৃত্যু—সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
পাবনা সদর থানার ওসি (তদন্ত) এ এফ এম মনিরুজ্জামান মন্ডল জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি।
ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এফপি/অ