আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পিরোজপুরের কাউখালীতে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীদের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ জানুয়ারি) সকাল ১০ টায় সরকারি ডিগ্রি কলেজে সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সেনাবাহিনীর পক্ষে বক্তব্য রাখেন, কাউখালী সেনা ক্যাম্পের দায়িত্বে থাকা বাংলাদেশ সেনাবাহিনীর মেজর এস এম খালেদুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন ক্যাপ্টেন রাশেদ।
সভায় মেজর এস এম খালেদুল ইসলাম বলেন, এই আয়োজনের মূল লক্ষ্য পারস্পরিক পরিচিতি এবং উপজেলার শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় গণমাধ্যমের সঙ্গে সহযোগিতা জোরদার করা। আগামী নির্বাচনের এ প্রেক্ষাপটে গণমাধ্যম অত্যন্ত শক্তিশালী একটি মাধ্যম, যার মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি, বিভ্রান্তি রোধ এবং সত্য প্রতিষ্ঠা করা সম্ভব। বাংলাদেশ সেনাবাহিনী সুষ্ঠু ও সুন্দর নির্বাচন করার জন্য অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক নির্মুল এবং অবৈধ যানচলাচল নিয়ন্ত্রণ, ভোট কেন্দ্রের পরিবেশ সুষ্ঠু রাখাসহ শান্তিপূর্ণ পরিবেশে সকল দলের সমান সুযোগ সুবিধা নিশ্চিত করার আশ্বাস দেন।সেনাবাহিনীর পক্ষ থেকে গণমাধ্যমকে নিরপেক্ষ তথ্য উপস্থাপন এবং জননিরাপত্তার স্বার্থে গুরুত্বপূর্ণ তথ্য সেনাবাহিনীকে জানাতে অনুরোধ জানানো হয়।
উপস্থিত গণমাধ্যমকর্মীরা সেনাবাহিনীর এ সৌহার্দ্যপূর্ণ উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও ঘনিষ্ঠ সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন।
সভায় কাউখালীতে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্হিত ছিলেন।
এফপি/অ