মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার সোনালী মার্কেট এলাকায় মুন্সীগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী (ফুটবল প্রতিক) মো. মহিউদ্দিনের সমর্থকদের মিছিলে হামলা চালিয়েছে বিএনপি প্রার্থী (ধানের শিষ) কামরুজ্জামান রতনের সমর্থকরা।
এই ঘটনায় স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিনের ৭জন সমর্থক আহত হয়েছে বলে দাবি করেছেন স্বতন্ত্র প্রার্থী মোঃ মহিউদ্দিন।
শুক্রবার (২৩ জানুয়ারি) বিকাল পাঁচটার দিকে গজারিয়া ইউনিয়নের সোনালি মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে বলে জানা যায়।
আহতরা হলো, মামুন (৪৭), মানিক (৪২), আল আমিন (২৫), স্বপন সরকার (৫৫), বাবু ( ৪০), জয়নাল (৩৮) এবং অজ্ঞাত আরো ১ জন।
আহতরা স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন বলে পুলিশ জানিয়েছেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী নাজমুল হোসেন বলেন, “শুক্রবার বিকাল পৌনে পাঁচটার দিকে আসন্ন সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ ৩ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী মহিউদ্দিনের সমর্থনে আমরা একটি মিছিল বের করেছিলাম। মিছিলটি গজারিয়া ইউনিয়ন পরিষদের সামনে থেকে শুরু হয়ে গজারিয়া গার্লস স্কুল পার হয়ে সোনালী মার্কেট এলাকায় আসলে ২০ থেকে ২৫ জন কামরুজ্জামান রতনের সমর্থকরা লাঠিসোটা নিয়ে অতর্কিতভাবে আমাদের ওপর হামলা চালায়। তাদের লাঠিপেটায় আমরা ছত্রভঙ্গ হয়ে যাই। আমাদের ৭জন গুরুতর আহত হয়েছে।
বিষয়টি সম্পর্কে স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন সমর্থক হুমায়ুন খান বলেন, ‘ন্যাকারজনক এই হামলার নিন্দা জানাই আমি। আমরা স্বতন্ত্র প্রার্থীর সমর্থক বিধায় আমাদের কি স্বাধীনভাবে প্রচার-প্রচারণা চালানোর অধিকার নেই? আমার কাছে আসা তথ্য অনুযায়ী আমাদের ৭ জন সমর্থক এই ঘটনায় গুরুতর আহত হয়েছে। আমরা প্রশাসনের কাছে এ ঘটনার সঠিক বিচার চাই।’
বিষয়টি সম্পর্কে মুন্সীগঞ্জ ৩ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী মো. মহিউদ্দিন বলেন, ‘আমার ৭ জন কর্মী আহত হওয়ার খবর আমি পেয়েছি। জনগণের আকাঙ্ক্ষা পূরণে আমি নির্বাচনে প্রার্থী হয়েছি। আমার প্রতিপক্ষ বুঝতে পেরেছে মুন্সীগঞ্জ ৩ আসনে আমার জনসমর্থন অনেক বেশি তাই বাধ্য হয়ে তারা প্রথম থেকেই মারমুখো আচরণ করছে। আমি এই ঘটনায় নিন্দা জানাই এবং প্রশাসনের কাছে এ ঘটনায় জড়িতদের শাস্তির দাবি করছি।’
বিষয়টি সম্পর্কে বিএনপি মনোনীত প্রার্থী কামরুজ্জামান রতন বলেন, ‘আমি আজকে মুন্সীগঞ্জ শহরে প্রচার প্রচারণায় ব্যস্ত ছিলাম। যারা এই কাজটি করেছে তারা খুব খারাপ কাজ করেছে। এর দায়ভার আমি কিংবা আমার দল নিবে না। যারা করেছে তাদেরকে এর দায়ভার নিতে হবে।’
গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান আলী বলেন, ‘সংঘর্ষের একটি খবর আমরা পেয়েছি। খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন কার হবে।’
এফপি/অ