৬৪ হাজার মামলা দিয়ে, ভয় দেখিয়ে আমাকে কেউ দমায়ে রাখতে পারবা না বলে মন্তব্য করেছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের জামায়াত ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলোচিত বক্তা মুফতি আমির হামজা।
বৃহস্পতিবার (২২ জানুয়ারী) সদর উপজেলার ঝাউদিয়া ফুটবল মাঠে নির্বাচনী সমাবেশ প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানা শাখা জামায়াতের আমীর মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, যশোর অঞ্চল টিম সদস্য অধ্যক্ষ খন্দকার এ কে এম আলী মহসিন। সমাবেশে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মোঃ আব্দুল গফুর।
এ সময় মুফতি আমির হামজা বলেন, আমি আমার জন্মদাতা পিতা ও রাজনৈতিক পিতার কাছ থেকে দোয়া নিয়ে রাস্তায় কাজ শুরু করেছি। যতক্ষণ নিঃশ্বাস আসে ততক্ষণ আল্লাহর রাস্তায় কাজ করে যাবো।
সমাবেশে বক্তারা ন্যায়ভিত্তিক নেতৃত্ব প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মুফতি আমীর হামজার পক্ষে দাঁড়িপাল্লা মার্কায় ভোট প্রার্থনা করেন।
এফপি/অ