Dhaka, Saturday | 31 January 2026
         
English Edition
   
Epaper | Saturday | 31 January 2026 | English
বিশ্বকাপ থেকে কি সরে দাঁড়াচ্ছে পাকিস্তান
সারাদেশে মোতায়েন থাকবে ৩৭ হাজার বিজিবি সদস্য
বিশ্ববাজারে স্বর্ণের দামে বিশাল পতন, দুই দিনে কমলো ৮০ হাজার টাকা
আজ সিরাজগঞ্জ যাচ্ছেন তারেক রহমান
শিরোনাম:

খুলনায় ৩৮ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ

প্রকাশ: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ৬:২১ পিএম  (ভিজিটর : ৯৫)

খুলনার ৬টি সংসদীয় আসনে ৩৮ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। খুলনা জেলা রির্টানিং কর্মকর্তা ও খুলনা জেলা প্রশাসক আ. স. ম. জামশেদ খোন্দকার আজ বুধবার সকালে প্রার্থী ও প্রার্থীদের প্রতিনিধিদের হাতে প্রতীক তুলে দেন।

খুলনা-১ আসনে (দাকোপ-বটিয়াঘাটা) ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। তাদের মধ্যে সম্মিলিত জাতীয় জোটের অর্ন্তগত বাংরাদেশ ইসলামী ফ্রন্টের সুনীল শুভ রায়  (মোমবাতি), জাতীয় পার্টির মোঃ জাহাঙ্গীর হোসেন (লাঙ্গল), বাংলাদেশ জামায়াতে ইসলামীর কৃষ্ণ নন্দী (দাড়ি পাল্লা), বাংলাদেশ কমিউনিষ্ট পার্টির কিশোর কুমার রায় (কাস্তে), ইসলামী আন্দোলন বাংলাদেশের মোঃ আবু সাঈদ (হাতপাখা), জেএসডির প্রসেনজিৎ দত্ত (তারা), বিএনপির আমির এজাজ খান (ধানের শীষ), বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির প্রবীর গোপাল রায় (রকেট), বাংলাদেশ সমঅধিকার পরিষদের সুব্রত মন্ডল (দোয়াত কলম), স্বতন্ত্র অচ্যিন্ত কুমার মন্ডল (ঘোড়া), স্বতন্ত্র গোবিন্দ হালদার (কলস) ও গণ অধিকার পরিষদের জি এম রোকনুজ্জামান (ট্রাক) প্রতীক পেয়েছেন।

খুলনা -২ আসনে (সদর-সোনাডাঙ্গা) তিন প্রার্থীর মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল (দাড়ি পাল্লা), বিএনপির নজরুল ইসলাম মঞ্জু (ধানের শীষ) এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের আমানুল্লাহ (হাতপাখা) প্রতীক পেয়েছেন।

খুলনা-৩ আসনে (খালিশপুর-দৌলতপুর-আড়ংঘাটা) ১০জন প্রতিদ্বন্দিতা করছেন। এরমধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের মোঃ আঃ আউয়াল (হাতপাখা), বিএনপির রকিবুল ইসলাম (ধানের শীষ), বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোহাম্মাদ মাহফুজুর রহমান (দাড়ি পাল্লা), স্বতন্ত্র মোঃ মুরাদ খান লিটন (ঘুড়ি), স্বতন্ত্র মঈন মোহাম্মাদ মায়াজ (ফুটবল), বাসদের জনার্দন দত্ত (মই), এনডিএম'র শেখ আরমান হোসেন (সিংহ), জাতীয় পার্টির মোঃ আব্দুল্লাহ আল মামুন (লাঙ্গল), স্বতন্ত্র মোঃ আবুল হাসানত সিদ্দিক (জাহাজ) ও স্বতন্ত্র এস এম আরিফুর রহমান মিঠু (হরিণ) প্রতীক পেয়েছেন। 

খুলনা-৪ আসনে (রূপসা-তেরখাদা-দিঘলিয়া) চারজন প্রার্থীর মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের ইউনুস আহম্মেদ শেখ (হাতপাখা), বিএনপির এস কে আজিজুল বারী (ধানের শীষ), খেলাফত মজলিসের এস এম সাখাওয়াত হোসাইন (দেয়াল ঘড়ি) এবং স্বতন্ত্র এস এম আজমল হোসেন (ফুটবল) প্রতীক পেয়েছেন। 

খুলনা-৫ আসনে (ডুমুরিয়া-ফুলতলা) ৪ জন প্রার্থীর মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর গোলাম পরওয়ার (দাড়ি পাল্লা), বিএনপির মোহাম্মাদ আলী আসগার (ধানের শীষ), বাংলাদেশ কমিউনিষ্ট পার্টির চিত্ত রঞ্জন গোলদার (কাস্তে) ও জাতীয় পার্টির শামিম আরা পারভীন ইয়াসমীন (লাঙ্গল)।

খুলনা-৬ আসনে (কয়রা-পাইকগাছা) বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোঃ আবুল কালাম আজাদ (দাড়ি পাল্লা), বিএনপির এস এম মনিরুল হাসান বাপ্পী (ধানের শীষ), ইসলামী আন্দোলন বাংলাদেশের মোঃ আছাদুল ফকির (হাতপাখা), বাংলাদেশ কমিউনিষ্ট পার্টির প্রশান্ত কুমার মন্ডল (কাস্তো) ও জাতীয় পার্টির মোঃ মোস্তফা কামাল জাহাঙ্গীর (লাঙ্গল) প্রতীক পেয়েছেন। 
 
এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
...
🔝