আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নওগাঁর মান্দা উপজেলায় যৌথ বাহিনীর চেকপোস্ট কার্যক্রম অব্যাহত রয়েছে।
সোমবার সন্ধ্যায় উপজেলার ফেরিঘাট বাসস্ট্যান্ডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে যৌথ বাহিনীর পক্ষ থেকে চেকপোস্ট বসানো হয়। এ সময় যানবাহন তল্লাশি করা হয় এবং মোটরসাইকেল চালকদের ড্রাইভিং লাইসেন্স, হেলমেটসহ প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করা হয়।
মান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ শাওন জানান, “নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে যৌথ বাহিনীর নিয়মিত টহল ও চেকপোস্ট পরিচালনা করা হচ্ছে। কোনো ধরনের অনিয়ম পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
চেকপোস্ট কার্যক্রমে উপস্থিত ছিলেন মান্দা থানার ওসি (তদন্ত) আব্দুল গণি এবং সেনাবাহিনীর সদস্যরা।
স্থানীয়দের মতে, যৌথ বাহিনীর এই তৎপরতায় এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার হয়েছে।
এফপি/অ