সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ এ শ্লোগান নিয়ে নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ নাগরিক ভাবনা শীর্ষক গোলটেবিল বৈঠক করে সুজন।
আজ শনিবার (১৭ জানুয়ারি) সকালে সুশাসনের জন্য নাগরিক ( সুজন) মাগুরা জেলা শাখা এ গোলটেবিল বৈঠকের আয়োজন করে। সভায় সুজন মাগুরা জেলা শাখার সভাপতি খান শরাফত হোসেনের সভাপতিত্বে যথাক্রমে বক্তব্য রাখেন মাগুরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ এম আর খান, অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অবস মোঃ মিরাজুল ইসলাম, মাগুরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল হাকিম, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব মোঃ ওয়াহিদুজ্জামান, জেলা এনজিও কোর্ডিনেটর আব্দুল হালিম, সাংবাদিক শরীফ তেহেরান টুটুল,শেখ ইলিয়াস মিথুন প্রমুখ। সভায় বক্তারা সুষ্ঠু নির্বাচন ও গনতান্ত্রিক উত্তরণ ভাবনা নিয়ে নানা সুপারিশ তুলে ধরেন।
বক্তারা বলেন, বাংলাদেশে অতীতে বিগত সংসদ নির্বাচনে জনগণের আশা আকাঙ্ক্ষা পূর্ণ হয়নি। ফলে ভোটাররা তাদের ভোটাধিকার অধিকার বঞ্চিত ছিল এবং গণতান্ত্রিক ব্যবস্থাও ভেঙ্গে পড়ে ছিল। তাই গণতান্ত্রিক উত্তরণের জন্য নাগরিকদের ভোটাধিকার প্রয়োগ করা একান্ত প্রয়োজন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন দি হাঙ্গার প্রজেক্টের আঞ্চলিক সমন্বয়কারী মোঃ খোরশেদ আলম। গোল টেবিল বৈঠকে সুশীল সমাজের প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।
এফপি/জেএস