দেশের উত্তর জনপদে শীতের তীব্রতা বাড়ায় জয়পুরহাটে দরিদ্র শীতার্তদের মাঝে কম্বল করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার নিশির মোড় এলাকায় বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর সমন্বয়ে গঠিত জেলা এনজিও সমন্বয় কমিটি ও আরডিআরএস বাংলাদেশের সহযোগিতায় ও উপমা সমাজ উন্নয়ন সংস্থা আয়োজনে তিনশতাধিক শীতার্তদের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে কম্বল বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) বিপুল কুমার।
কম্বল নিতে আসা সদর উপজেলার বেলআমলা গ্রামের আলেয়া বেগম (৭০) বলেন, কম্বলটা আমাদের খুব দরকার ছিল। কয়দিন থেকে অনেক শীত পড়ছে। কিছুদিন আগে পেলে আরও বেশি ভালো হতো।
কেশবপুর গ্রামের আলেয়া বেওয়া (৬৫) কম্বল পেয়ে বলেন, শীতে জীবন যায় যায়। আজ রাতে ভালো ঘুম হবে। আল্লাহ উনাদের ভালো করুন।
অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) বিপুল কুমার বলেন, কনকনে ঠান্ডায় জয়পুরহাটের হতদরিদ্র মানুষগুলো কম্বল পেয়ে মহাখুশি। সমাজের বিত্তবানদের উচিত নিজ নিজ অবস্থান থেকে এই সকল হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানো।
এ সময় জেলা এনজিও সমন্বয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও উপমা সমাজ উন্নয়ন সংস্থা নির্বাহী পরিচালক সুজন কুমার মন্ডল,জেলা এনজিও সমন্বয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও এন আর ডিএসের নির্বাহী পরিচালক আনিছুর রহমান বিটন আউসগাড়া উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক শফিকুল আলম, উপমা সমাজ উন্নয়ন সংস্থা ম্যানেজার অলক কুমার দাস উপস্থিত ছিলেন।
এফপি/জেএস