| শিরোনাম: |

নওগাঁর মান্দায় অবৈধভাবে পুকুরের মাটি খননের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই ব্যক্তিকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে নওগাঁর মান্দা উপজেলার কুসুম্বা ইউনিয়নের গাইহানা গ্রামে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিল নওরোজ বৈশাখ।
এ সময় অবৈধভাবে পুকুরের মাটি খননের অপরাধে গাইহানা গ্রামের মজিবর রহমানের ছেলে মামুনুর রশিদকে ৫০ হাজার টাকা এবং কাঁশোপাড়া ইউনিয়নের গঙ্গারামপুর গ্রামের ইশার আলীর ছেলে বাসেদ আলীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ২০১০ সালের বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-এর ৭ (ক) ধারা লঙ্ঘনের দায়ে মামুনুর রশিদকে ৫০ হাজার টাকা এবং ২০১৩ সালের ভূমি ব্যবস্থাপনা ও প্রতিকার আইন-এর ১৩ ধারায় বাসেদ আলীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ বলেন, “অনুমতি ছাড়া পুকুরের মাটি বা বালু উত্তোলন সম্পূর্ণ অবৈধ। এতে পরিবেশ ও কৃষিজমির ব্যাপক ক্ষতি হয়। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, “আইন অমান্যকারীদের কোনো ছাড় দেওয়া হবে না। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।”
এফপি/জেএস