| শিরোনাম: |

রাজশাহীর তানোরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) বেলা ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
তানোর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আলেয়া ফেরদৌসীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা পরিষদের প্রশাসক নাঈমা খান।
তিনি তার বক্তব্যে বলেন, শিক্ষক হলো জাতি গড়ার কারিগর। শিক্ষার মাধ্যমে আমাদের কোমলমতি শিক্ষার্থীদের সঠিক চলার পথ শিখাতে হবে। ছেলেমেয়েদের সুশিক্ষিত করতে পারলে পরিবার, সমাজ এবং দেশ এগিয়ে যাবে ও তানোর আলোকিত হবে। তিনি আরও বলেন, আসন্ন গণভোট বিষয়ে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনার অংশ হিসেবে বাংলাদেশ নির্বাচন কমিশন থেকে পাওয়া লিফলেটগুলো ব্যাপকভাবে প্রচারের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
বিশেষ অতিথি হিসেব বক্তব্য রাখেন, তানোর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিব শংকর বসাক, উপজেলা নির্বাচন কর্মকর্তা সুম্মিতা রায় প্রমুখ।
এসময় সহকারী উপজেলা শিক্ষা অফিসারসহ উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
এফপি/জেএস