| শিরোনাম: |

প্রাথমিক শিক্ষকদের আন্দোলনে নেতৃত্ব দেয়া ও ফেসবুকে উসকানিমূলক ভিডিয়ো প্রকাশের অভিযোগে বিতর্কিত শিক্ষক নেতা মু. মাহবুবর রহমানের বিরুদ্ধে মামলা হয়েছে।
একই সঙ্গে কেনো তাকে চাকরি থেকে বরখাস্ত বা বিধি অনুযায়ী অন্য কোনো শান্তি দেয়া হবে না, চিঠি পাওয়ার ১০ কার্য দিবসের মধ্যে তা জেলা শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত ভাবে জানানোর জন্য নির্দেশ দেয়া হয়। মাহবুবর রহমান জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার হিন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) জয়পুরহাট জেলা প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।
অভিযোগে বলা হয়েছে, জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার হিন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক আপনি মু. মাহবুবর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের কয়েকটি সংগঠনের ব্যানারে গত ২০২৫ খ্রিষ্টাব্দের ৭ থেকে ১০ নভেম্বর পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। যেহেতু বিষয়টি সরকারের দৃষ্টিগোচর হয় এবং প্রস্তাবিত দাবিগুলোর আলোকে গ্রহণযোগ্য সমাধানে পৌঁছানোর জন্য গত ১০ নভেম্বর অর্থ সচিব প্রাথমিক ও গণশিক্ষা সচিব, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা আপনিসহ সহকারী শিক্ষকদের সংগঠনের নেতাদের সঙ্গে সচিবালয়ে বৈঠক করে দাবি পূরণের জন্য সর্বাত্মক প্রচেষ্টার আশ্বাস দিয়ে সরকারি প্রেস বিজ্ঞপ্তি জারি করা হয় এবং ফলশ্রুতিতে নেয়া আন্দোলন প্রত্যাহার করে নেয়া হয়।
যেহেতু, আপনিসহ অন্যান্য নেতারা উত্থাপিত দাবি পূরণ করে সরকারকে অনতিবিলম্বে প্রজ্ঞাপন জারির জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষককে ২০২৫ খ্রিষ্টাব্দের ১ ডিসেম্বর থেকে অনুষ্ঠিত তৃতীয় প্রান্তিক পরীক্ষা গ্রহণ থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বক্তব্য ও উসকানিমূলক ভিডিয়ো প্রকাশ করতে থাকেন যা ‘সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নির্দেশিকা-২০১৯ (পরিমার্জিত সংস্করণ) এবং সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর পরিপন্থি।’
যেহেতু, আপনার প্রচারিত উসকানিমূলক বক্তব্য সম্বলিত ভিডিয়ো প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নজরে আসে এবং তার প্রেক্ষিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আপনিসহ শিক্ষক নেতাদের সঙ্গে কয়েকদফা আলোচনায় বসে সরকার আপনাদের দাবি পূরণের জন্য আন্তরিক প্রয়াস চালিয়ে যাচ্ছে বলে প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিশুদের একাডেমিক কার্যক্রম ব্যাহত না করার অনুরোধ জানান।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের আশ্বাসের পরও আপনার সংগঠনের পক্ষে আপনি শিক্ষককে তৃতীয় প্রান্তিক পরীক্ষাসহ বিদ্যালয়ের সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে বিরত থাকার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে বক্তব্য দিতে থাকেন এবং তার প্রেক্ষিতে ২০২৫ খ্রিষ্টাব্দের ১ ডিসেম্বর অনুষ্ঠিত তৃতীয় প্রান্তিক পরীক্ষায় দেশের বিভিন্ন অঞ্চলে কিছু সংখ্যক শিক্ষক কর্মবিরতি পালন করেন, যা শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে এবং যেহেতু, সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনার এ ধরণের উসকানিমূলক বক্তব্যের ভিডিয়ো প্রকাশ ও ডিপার্টমেন্টবিরোধী কার্যকলাপ সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি ৩(খ) অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।
সেহেতু, উল্লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮, এর ৩ (খ) ধারা অনুযায়ী অসদাচরণের অভিযোগে আপনাকে অভিযুক্ত করা হলো এবং এই অভিযোগে একই বিধিমালার ৪(৩) (ঘ) উপবিধি অনুযায়ী কেনো আপনাকে চাকরি থেকে বরখাস্ত বা বিধি মোতাবেক অন্য কোনো শান্তি দেয়া হবে না, এ চিঠি পাওয়ার ১০ কার্য দিবসের মধ্যে তা জেলা শিক্ষা কর্মকর্তার কাছে লিখিতভাবে জানানোর জন্য নির্দেশ দেয়া হলো। আপনি আত্মপক্ষ সমর্থনে ব্যক্তিগত শুনানি দিতে ইচ্ছুক কিনা। আপনার লিখিত জবাবে তা উল্লেখ করার জন্যও নির্দেশ দেয়া হলো।
এফপি/জেএস