| শিরোনাম: |

পাবনার সুজানগর উপজেলায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবকের নাম সাগর শেখ ওরফে মাসুদ রানা (২৩)।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) ভোরে সুজানগর উপজেলার তাঁতিবন্ধ ইউনিয়নের রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। পরে দুপুর ১২টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
নিহত সাগর শেখ নাজিরগঞ্জ ইউনিয়নের হাসামপুর গ্রামের আব্দুল মতিন শেখের ছেলে। তিনি পেশায় কাঠমিস্ত্রি ও ভ্যানচালক ছিলেন।
উল্লেখ্য জেলাজুড়ে বছরখানেক বিভিন্ন গ্রামে গরু চুরি বেড়েই চলেছে কিন্তু প্রশাসনের গেমন কোন ভুমিকা না থাকায় চুরি, ডাকাতি, ছিনতাই বেড়েই চলেছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভোররাত আনুমানিক ৪টার দিকে সাগর শেখ আরও দুই থেকে তিনজনকে সঙ্গে নিয়ে তাঁতিবন্ধ রেলস্টেশন এলাকার নজরুল ইসলামের বাড়িতে প্রবেশ করেন। বিষয়টি টের পেয়ে বাড়ির মালিকের ছেলে মনিরুল ইসলাম চিৎকার করলে আশপাশের লোকজন জড়ো হয়। একপর্যায়ে সাগর শেখকে আটক করে গরু চোর সন্দেহে মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পুলিশ জানায়, নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মাথা ও পায়ে ধারালো অস্ত্রের আঘাতের আলামত রয়েছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
সুজানগর সার্কেলের সহকারী পুলিশ সুপার সাদিক আহমদ বলেন, প্রাথমিকভাবে জানা গেছে গরু চুরির সন্দেহে ওই যুবক গণপিটুনিতে নিহত হয়েছেন। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, আইন নিজের হাতে তুলে নেওয়া দণ্ডনীয় অপরাধ।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ জড়িতদের শনাক্তে তদন্ত কার্যক্রম চালাচ্ছে।
এফপি/জেএস