আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও ‘জুলাই জাতীয় সনদ’ অনুমোদনের লক্ষ্যে আয়োজিত গণভোট বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রচারণা চালাচ্ছে রাজশাহীর তানোর ও মুন্ডুমালা পৌরসভা।
(১১ জানুয়ারি) রোববার দুপুরে উপজেলা পরিষদ চত্বর, সদরের গোল্লাপাড়া বাজারসহ মুন্ডুমালা বাজার ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নির্বাচন কমিশনের অনুমোদিত গণভোট সংক্রান্ত এসব প্রচার লিফলেট বিতরণ করেন উপজেলার দুই পৌরসভার কর্মকর্তা-কর্মচারীগণ।
লিফলেট বিতরণকালে তানোর পৌরসভার কার্যসহকারী মাহাবুর রহমান বলেন, “গণভোট একটি গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রক্রিয়া। এ বিষয়ে জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য। মানুষ যেন সচেতনভাবে সিদ্ধান্ত নিতে পারে, সে উদ্দেশ্যেই এই লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। তিনি আরও জানান, সরকারি দপ্তরে সেবা নিতে আসা নাগরিকদের মাঝেও নিয়মিতভাবে গণভোট সংক্রান্ত প্রচার লিফলেট বিতরণ করা হচ্ছে।”
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও মুন্ডুমালা পৌর প্রশাসক শিব শংকর বসাক জানান, সরকারের নির্দেশনা মোতাবেক গণভোট বিষয়ে জনসচেতনতা সৃষ্টির জন্য নির্বাচনের সার্বিক প্রস্তুতির পাশাপাশি প্রতিদিনই উঠান বৈঠক ও লিফলেট বিতরণ করা হচ্ছে। যা অব্যাহত থাকবে।
তানোর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও তানোর পৌর প্রশাসক নাঈমা খান বলেন, ‘উপজেলা প্রশাসন ও পৌরসভা সহ সরকারের বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে সাধারণ মানুষের মাঝে ভোটাধিকার ও গণভোটের প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনতা সৃষ্টি করাই এই প্রচারণার মূল লক্ষ্য। এসময় তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে উপজেলাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন।’
এদিকে, তানোর ও মুন্ডুমালা পৌরশহরের স্থানীয়দের মাঝে গণভোট নিয়ে আগ্রহ লক্ষ্য করা গেছে। অনেকেই লিফলেট সংগ্রহ করে প্রস্তাবনা গুলো মনোযোগ সহকারে পড়েন এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের কাছে বিভিন্ন প্রশ্ন করে প্রয়োজনীয় তথ্য জেনে নেন।
এফপি/জেএস