জাতীয় শিক্ষা সপ্তাহ’২৬ উপলক্ষে আবারো বান্দরবান সদর উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছেন চেমীডলু পাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিতোষ ময় বড়ুয়া। শিক্ষা ক্ষেত্রে নিরলস অবদান, দক্ষ নেতৃত্ব ও শিক্ষার মানোন্নয়নে ধারাবাহিক সাফল্যের স্বীকৃতিস্বরূপ তাকে এ সম্মাননা প্রদান করা হয়।
উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে তাঁর নাম ঘোষণা করেন বান্দরবান সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফা সুলতানা খান হীরামনি। জাতীয় শিক্ষা সপ্তাহ’২৬ এর বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত অনুষ্ঠানে এই ঘোষণা দেওয়া হয়।
জানা যায়, দীর্ঘদিন ধরে দুর্গম পাহাড়ি অঞ্চলে শিক্ষার আলো ছড়িয়ে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন হিতোষ ময় বড়ুয়া। শিক্ষার্থীদের পাঠদানে আধুনিক ও মানবিক শিক্ষাব্যবস্থা গড়ে তোলার পাশাপাশি বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে তার উদ্যোগ প্রশংসিত হয়েছে সংশ্লিষ্ট মহলে। বিশেষ করে ঝরে পড়া শিক্ষার্থী কমানো, নিয়মিত উপস্থিতি বৃদ্ধি এবং সহশিক্ষা কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখায় তিনি আলাদা পরিচিতি পেয়েছেন। তিনি বর্তমানে বান্দরবান সদর উপজেলার চেমীডলু পাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত আছেন। তিনি চট্টগ্রাম জেলার বাঁশখালী শীলকূপ গ্রামের কৃতি সন্তান এবং শিক্ষা জীবনে তিনি এমএ বিএড সম্পন্ন করেছেন। এর আগেও ২০১৭ ও ২০১৯ সালে প্রতিষ্ঠান প্রধান হিসেবে নির্বাচিত হয়েছিলেন।
এদিকে এ সম্মাননায় শিক্ষক সমাজসহ স্থানীয় শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে আনন্দ ও গর্বের অনুভূতি ছড়িয়ে পড়েছে। এলাকাবাসীর প্রত্যাশা, তার নেতৃত্বে আগামীতেও চেমীডলু পাড়ার শিক্ষাপ্রতিষ্ঠান আরও এগিয়ে যাবে এবং পাহাড়ি অঞ্চলের শিক্ষার মান উন্নয়নে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করবে।
এফপি/এমআই