বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর বিশেষ অভিযানে আসামীবিহীন বিপুল পরিমাণ অবৈধ কাঠ ও একটি পিকআপ (ডাম্পার) জব্দ করা হয়েছে।
বুধবার (৭ জানুয়ারি) দুপুর আনুমানিক ১টার দিকে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধীনস্থ নাইক্ষ্যংছড়ির ঘুমধুম মংজয়পাড়া বিওপি'র একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্র জানায়, সীমান্ত পিলার-৪২ হতে প্রায় ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে সোনাইছড়ি বদ্ধছড়া এলাকায় অভিযান চালিয়ে ০.৯২ সিএফটি গামরি, ৪৯.৩৩ সিএফটি আকাশমনি, ১.২৫ সিএফটি সেগুন ও ১.২৫ সিএফটি ডেউয়া কাঠসহ একটি পিকআপ (ডাম্পার) জব্দ করা হয়। অভিযানের সময় কোনো আসামিকে আটক করা সম্ভব হয়নি।
জব্দকৃত অবৈধ কাঠ ও পিকআপটি পরবর্তীতে রেজু বিট, নাইক্ষ্যংছড়ি রেঞ্জ, লামা বনবিভাগ কার্যালয়ে যথাযথ আইনগত প্রক্রিয়ার জন্য হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিবিজিএম, পিএসসি বলেন, “বিজিবি শুধু সীমান্ত পাহারার দায়িত্বেই সীমাবদ্ধ নয়, মাদক ও চোরাচালানসহ সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধেও আমরা সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
তিনি আরও জানান, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি মাদক, চোরাচালান ও বনজ সম্পদ পাচার রোধে ধারাবাহিক সাফল্য অর্জন করে আসছে।
এ ধরনের অভিযানের ফলে সীমান্তবর্তী এলাকায় অবৈধ কার্যক্রম অনেকাংশে কমে এসেছে এবং স্থানীয় জনগণের মধ্যে নিরাপত্তা ও স্বস্তি ফিরে এসেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এফপি/জেএস