Dhaka, Sunday | 1 February 2026
         
English Edition
   
Epaper | Sunday | 1 February 2026 | English
আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ২২৪.২৬ কোটি টাকার রপ্তানি আদেশ
বিশ্বকাপ থেকে কি সরে দাঁড়াচ্ছে পাকিস্তান
সারাদেশে মোতায়েন থাকবে ৩৭ হাজার বিজিবি সদস্য
বিশ্ববাজারে স্বর্ণের দামে বিশাল পতন, দুই দিনে কমলো ৮০ হাজার টাকা
শিরোনাম:

শোক সভায় শামছুর রহমান শিমুল বিশ্বাস

শিক্ষা, শিল্পায়ন ও আলেম সমাজের মর্যাদায় অনন্য বেগম খালেদা জিয়া

প্রকাশ: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬, ৬:৫৫ পিএম  (ভিজিটর : ৩০)

শিক্ষা বিস্তার, শিল্পখাতের বিকাশ এবং আলেম সমাজের মর্যাদা প্রতিষ্ঠায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবদান জাতির ইতিহাসে অনন্য ও অনস্বীকার্য বলে মন্তব্য করেছেন তাঁর বিশেষ সহকারী ও কেন্দ্রীয় শ্রমিক দলের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস।

মঙ্গলবার (৬ জানুয়ারি) বাদ যোহর পাবনা জেলা বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার স্মরণে জেলা বিএনপি আয়োজিত পাবনা টাউন হল মুক্তমঞ্চ স্বাধীনতা চত্বরে শোক সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 'মহাকালের মহাপ্রস্থান' শিরোনামে আয়োজিত এই শোক সভায় জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে শোক সভার কার্যক্রম শুরু হয়। সভাটি সঞ্চালনা করেন পাবনা জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকার। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক ও বেগম খালেদা জিয়ার উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস বলেন, “বেগম খালেদা জিয়া ছিলেন আপসহীন গণতন্ত্রের প্রতীক। রাষ্ট্র পরিচালনায় শিক্ষা ও শিল্পখাতে তাঁর দূরদর্শী সিদ্ধান্ত দেশের অর্থনৈতিক ও সামাজিক ভিতকে শক্তিশালী করেছে। আলেম সমাজের সম্মান ও মর্যাদা প্রতিষ্ঠায়ও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।”

তিনি আরও বলেন, “দেশের মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র রক্ষায় তিনি আজীবন সংগ্রাম করে গেছেন। তাঁর শূন্যতা কোনোভাবেই পূরণ হওয়ার নয়। বেগম খালেদা জিয়ার আদর্শ ও রাজনৈতিক দর্শন ধারণ করেই আমাদের আগামীর পথচলা নির্ধারণ করতে হবে। তার পথ ধরেই তার যোগ্য উত্তরসুরি তারেক রহমান প্রতিশোধ, প্রতিহিংসা ভুলে দূর্নিতী মুক্ত উন্নত রাষ্ট্রগঠনে গুরুত্বপুর্ণ পরিকল্পনা নিয়ে সর্বসাধারণ জনগণকে সাথে নিয়ে পথ চলছেন।”

শোক সভায় জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস সামাদ খান মন্টু, যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান বাবু, নুর মোহাম্মদ মাসুম বগা, আবু ওবায়দা শেখ তুহিনসহ জেলা, উপজেলা বিএনপি এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় এবং সকলের মাঝে খাবার বিতরণ করা হয়। মোনাজাত শেষে উপস্থিত নেতাকর্মীদের অনেককে আবেগাপ্লুত হতে দেখা যায়।

এফপি/জেএস



সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
...
🔝