সাবেক প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মা ও বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ৭ দিনব্যাপী কোরআন খতম শোক কর্মসূচির সমাপ্তি উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ জানুয়ারি) বিকেল ৩টায় ব্রাহ্মণবাড়িয়া পৌর মুক্তমঞ্চে জেলা বিএনপির উদ্যোগে এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি জননেতা ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। তিনি তার বক্তব্যে বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে আদর্শ, আদর্শের নেতৃত্ব, গণতন্ত্র প্রতিষ্ঠায় সংগ্রাম, এই সংগ্রামকে ধারণ করে আগামী দিনের পথ চলার অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন, জেলা বিএনপির সাবেক সভাপতি ও ১নং সদস্য আলহাজ্ব হাফিজুর রহমান মোল্লা কচি, সহ-সভাপতি এডভোকেট সফিকুল ইসলাম, গোলাম সারওয়ার খোকন, আনিসুল ইসলাম ঠাকুর, এডভোকেট আনিসুর রহমান মঞ্জু, এডভোকেট তারিকুল ইসলাম খান রুমা, এ বি এম মমিনুল হক, জসিম উদ্দিন রিপন, নজির উদ্দিন আহমদ, মলাই মিয়া, জাকির হোসেন ও শাহজাহান সিরাজ।
এছাড়া জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মো. আলী আজম, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান শাহীন, তানিম শাহেদ রিপন, শামীম মোল্লা, আবুল মনছুর মিশন, যুগ্ম সম্পাদক মো. মনির হোসেন ও মাইনুল হোসেন চপল, কোষাধ্যক্ষ মিজানুর রহমান, প্রচার সম্পাদক মো. মাহিন, দপ্তর সম্পাদক এডভোকেট সামসুজ্জামান কানন, নিয়ামুল হক ও ময়নুল ইসলামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ও বিভিন্ন উপজেলা ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন।
মুফতি মাওলানা মারুফ কাসেমী দোয়া মাহফিল পরিচালনা করেন। দোয়ায় মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।
এফপি/জেএস