Dhaka, Saturday | 31 January 2026
         
English Edition
   
Epaper | Saturday | 31 January 2026 | English
বিশ্বকাপ থেকে কি সরে দাঁড়াচ্ছে পাকিস্তান
সারাদেশে মোতায়েন থাকবে ৩৭ হাজার বিজিবি সদস্য
বিশ্ববাজারে স্বর্ণের দামে বিশাল পতন, দুই দিনে কমলো ৮০ হাজার টাকা
আজ সিরাজগঞ্জ যাচ্ছেন তারেক রহমান
শিরোনাম:

গণতান্ত্রিক শূন্যতা পেরিয়ে অংশগ্রহণমূলক নির্বাচনের পথে দেশ: নির্বাচন কমিশনার

প্রকাশ: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ৩:২৭ পিএম  (ভিজিটর : ৩৮)

নির্বাচনী পরিবেশ সরেজমিনে পর্যালোচনার লক্ষ্যে বান্দরবান সফর করেছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো: সানাউল্লাহ। সফরকালে তিনি জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন। 

সোমবার (৫ জানুয়ারী) সকালে বান্দরবান পুলিশ লাইন্স এ বিশেষ মতবিনিময় সভায় নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো: সানাউল্লাহ বলেন, দীর্ঘদিন ধরে দেশে গণতান্ত্রিক প্রক্রিয়ার অনুপস্থিতির পর এখন অংশগ্রহণমূলক ও সত্যিকার অর্থে একটি গ্রহণযোগ্য নির্বাচনের দিকে এগোচ্ছে দেশ। তিনি বলেন, ১২ই ফেব্রুয়ারী ২০২৬ সালের নির্বাচন বিভিন্ন কারণে অত্যন্ত গুরুত্বপুর্ণ এবং আমাদের জাতীয় জীবনে সবচেয়ে বড় ইভেন্ট। এ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র উত্তোরনের পাশাপাশি আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানের খোয়ানোভাবমুক্তি পুন:উদ্ধারের সুযোগ। 

তিনি আরো বলেন, বিগত সময়ে যে বিতর্কিত নির্বাচনগুলো হয়েছে সে নির্বাচনে শুধু নির্বাচন কমিশন কলঙ্কিত হয় নাই, প্রতিটা প্রতিষ্ঠান কলঙ্কিত হয়েছে। এ ধরনের ঘটনা ভবিষ্যতে বাংলাদেশের কখনো ঘটতে দেবো না। তিনি বলেন, নির্বাচন অনুষ্ঠানের জন্য আইনশৃঙ্খলা অন্যতম পূর্বশর্ত। আইনশৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠ থাকলে নির্বাচন ভালো হবে। আর আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষার্থে যে বাহিনীগুলো কাজ করবে তার মধ্যে প্রধান হচ্ছে পুলিশ। তাই আগামী নির্বাচন সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য আমাদেরকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, কোন অবস্থাতেই যেন এ নির্বাচন বিঘিœত না হয়, নষ্ট না হয়, বিতর্কিত না হয়। এছাড়াও ভোটারদের আস্থা ফেরানো এবং সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করাই নির্বাচন কমিশনের মূল লক্ষ্য। পার্বত্য জেলা হিসেবে বান্দরবানে নির্বাচনী পরিবেশ বজায় রাখা চ্যালেঞ্জিং হলেও জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত প্রচেষ্টায় একটি নিরাপদ নির্বাচন আয়োজন সম্ভব। 

ভোটকেন্দ্রে কোনো ধরনের অনিয়ম, সহিংসতা বা প্রভাব বিস্তারের চেষ্টা সহ্য করা হবে না এবং ভয়মুক্ত পরিবেশে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে নির্বাচন কমিশন কঠোর অবস্থানে থাকবে বলে জানান নির্বাচন কমিশনার।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষেও এক বিশেষ মতবিনিময় সভায় যোগদেন নির্বাচন কমিশনার। মতবিনিময় সভায় জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলার নির্বাচনী প্রস্তুতি ও সার্বিক পরিস্থিতি তুলে ধরা হয়। 

এ সময় সভায় জেলা প্রশাসক শামীম আরা রিনি, পুলিশ সুপার আবদুর রহমানসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
...
🔝