মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার আশীদ্রোন এলাকায় অবৈধভাবে কৃষি জমির টপ সয়েল কাটার অপরাধে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত।
ভূমি অফিস সূত্র জানায়, শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে শ্রীমঙ্গলের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মুহিবুল্লাহ আকন আশীদ্রোন এলাকায় কৃষি জমির টপ সয়েল কাটার প্রমাণ পেয়ে জিতেন দাস নামের ওই ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন–২০১০ অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করেন এবং তা আদায় করা হয়।
এ সময় শ্রীমঙ্গল থানা পুলিশের একটি টিম ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা প্রদান করে।
এফপি/জেএস