জেলার ডোমারে জমির ক্ষেত থেকে আবু সাঈদ (২৮)) নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৭ ডিসেম্বর) সকালে পৌরসভার ৮নং ওয়ার্ডের পূর্ব চিকনমাটি ডাঙ্গাপাড়া এলাকার একটি ধানক্ষেত থেকে এই যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। নিহত আবু সাঈদ পাঙ্গা মটুকপুর ইউনিয়নের বুদলির পার এলাকার আনোয়ার হোসেনের ছেলে।
স্থানীয়রা জানায়, শনিবার সকালে ধানক্ষেতে কাজ করতে গিয়ে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পরে ডোমার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
স্থানীয়রা আরো বলেন, মৃতদেহের পাশে কাটা বৈদ্যুতিক তার দেখে মনে হয়েছে যে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বৈদ্যুতিক খুঁটি থেকে পড়ে গিয়ে মারা যেতে পারে সে।
থানার দায়িত্বরত পুলিশ অফিসার সৈলেন রায় জানান, মরদেহের শরীরে চোখে এবং হাতে পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। মৃত ব্যক্তি একজন ভাঙ্গরি ব্যবসায়ী। বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুতপৃষ্ট হয়ে সে মারা যেতে পারে। ময়নাতদন্তের জন্য লাশ নীলফামারী সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে বলেও সে জানিয়েছেন।
এফপি/জেএস