ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রংপুরে বাংলাদেশ খেলাফত মজলিস এর পক্ষ থেকে রংপুর সদর-৩ ও রংপুর-৪ এর মনোনয়ন উত্তোলন করেছে পাশাপাশি গণ অধিকার পরিষদ রংপুর-১ এর মনোনয়ন উত্তোলন করেন।
শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে রংপুর জেলা প্রশাসক কার্যালয় থেকে তারা মনোনয়ন উত্তোলন করেন। এতে বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষে রংপুর সদর-৩ হতে রংপুর জেলার সভাপতি মুফতি নুর আলম সিদ্দিক ও রংপুর-৪ পীরগাছা (কাউনিয়া) আসনের জন্য জেলা শাখার সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু সাহমা মনোনয়ন উত্তোলন করেন। তারা রিকশা প্রতীক নিয়ে সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দিতা করবেন। পাশাপাশি রংপুর-১ গঙ্গাচড়া আসনের জন্য গণ অধিকার পরিষদ (ট্রাক) প্রতীকের মনোনয়ন উত্তোলন করেন হানিফুর রহমান সজিব।
মনোনয়ন উত্তোলন শেষে বাংলাদেশ খেলাফত মজলিসের মুফতি নুর আলম সিদ্দিক ও মাওলানা আবু সাহমা বলেন, এখন বাংলাদেশের মানুষ ইসলামের দিকে চলে আসছে। আমরা আশা করছি এবার নির্বাচনে জয়ী হবো। জয়ী হয়ে বাংলাদেশে ইসলামী আইনের মাধ্যমে দেশ পরিচালনা করবো ও বেকার দূরীকরণে ভূমিকা রাখবো।
অপরদিকে গণ অধিকার পরিষদের প্রার্থী হানিফুর রহমান সজিব বলেন, বাংলাদেশে নির্বাচনের আগে অনেকে অনেক রকম কথা বলেন। কিন্তু নির্বাচনের পর তারা তাদের স্বার্থের মধ্যে থেকে কাজ করেন। আমরা নির্বাচিত হলে আমরা নিজ স্বার্থের জন্য নয় দেশ ও জনগণের জন্য কাজ করবো। দেশের ও জনগণের স্বার্থে যা প্রয়োজন তাই করা হবে। মনোনয়ন উত্তোলন কালে নিজ নিজ দলের নেতাকর্মিরা উপস্থিত ছিলেন।
এফপি/জেএস