দিনাজপুরের নবাবগঞ্জ থানায় অস্বাভাবিক মৃত্যুর (ইউডি) মামলার সংখ্যা গত দুই বছরে প্রায় একই পর্যায়ে রয়েছে। নবাবগঞ্জ থানা সূত্রে জানা গেছে, ২০২৪ সালে থানাটিতে মোট ৪৭টি ইউডি মামলা রেকর্ড করা হয়েছিল।
চলতি ২০২৫ সালে (২৪ ডিসেম্বর) পর্যন্ত ইউডি মামলার সংখ্যা দাঁড়িয়েছে ৪২টিতে। বছর শেষ হতে এখনো কয়েকদিন বাকি থাকায় এই সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু দে বিষয়টি নিশ্চিত করে বলেন, “প্রাপ্ত তথ্য অনুযায়ী ২০২৪ সালে ৪৭টি এবং ২০২৫ সালে (২৪ ডিসেম্বর) পর্যন্ত ৪২টি ইউডি মামলা নথিভুক্ত হয়েছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, অস্বাভাবিক মৃত্যুর ঘটনা গুলো সমাজে নিরাপত্তা, স্বাস্থ্য সচেতনতা ও সামাজিক দায়বদ্ধতার বিষয়গুলো নতুন করে গুরুত্ব দিয়ে ভাবার প্রয়োজনীয়তা তুলে ধরছে।
উল্লেখ্য, বছরের শেষদিকে আরও কয়েকটি ইউডি মামলা যুক্ত হলে ২০২৫ সালের চূড়ান্ত পরিসংখ্যান পরিবর্তিত হতে পারে।
এফপি/জেএস