মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে পিরোজপুরের কাউখালীতে পুলিশের ‘ওপেন হাউস ডে’ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ ডিসেম্বর) বেলা এগারোটায় কাউখালী থানা প্রাঙ্গণে সর্বসাধারণের মতামত ও সমস্যা নিয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে পুলিশের এ ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (কাউখালী নেছারাবাদ) সার্কেল সাবিহা মেহেবুবা।
প্রধান অতিথি সাবিহা মেহেবুবা বলেন, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, নারী নির্যাতন, ইভটিজিং, বাল্যবিবাহমুক্ত সমাজ গড়তে ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি সর্বসাধারণকে ইতিবাচক ভূমিকা রাখাতে হবে। দয়া করে কেউ মাদক সেবক ও মাদক বিক্রেতাকে থানায় ছাড়াতে আসবেন না। ছাড়াতে আসলে আমরা নিরুৎসাহিত হবো।
কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইয়াকুব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সভাপতি মোঃ আলী হোসেন হাওলাদার, সাংবাদিক এনামুল হক, রিয়াদ মাহাম্মুদ সিকদার, ইউপি সদস্য রুবেল রিয়াজি, মেহেদি হাসান রুবেল, আজম খান,গ্রাম পুলিশ আব্দু মান্নান প্রমুখ।
এফপি/অ