চন্দনাইশে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে রবিবার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলা ভিডিও কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী অফিসার মো. রাজিব হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
সভা সঞ্চালনা করেন- উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর আকতার সানজিদা জাফর পপি। এতে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আজাদ হোসেন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশ্মি চাকমা, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফেরদৌসী আকতার, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইলিয়াছ খান পিপিএম, সমাজসেবা কর্মকর্তা রাসেল চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা চৈতী বড়ুয়া, পল্লী উন্নয়ন কর্মকর্তা মীর ইমরান হোসেন, সমবায় কর্মকর্তা শামসুদ্দিন ভুঁইয়া, গাছবাড়িয়া এনজি মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুল মতিন, পল্লী বিদ্যুৎ সমিতি চন্দনাইশের ডিজিএম মোঃ ফখরুদ্দিন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর চন্দনাইশের উপসহকারী প্রকৌশলী ফরহাদ উদ্দিন, উপজেলা আইসিটি কর্মকর্তা মো. এনামুল কবির, চন্দনাইশ ফায়ার সার্ভিসের সেকেন্ড অফিসার ছাবের আহমদ প্রমুখ।
এফপি/জেএস